ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

নিদাহাস ট্রফিতে রুবেলের পারফর্মেন্সে মুগ্ধ ব্রেট লি

প্রকাশিত: ০৬:৩৭, ২১ মার্চ ২০১৮

নিদাহাস ট্রফিতে রুবেলের পারফর্মেন্সে মুগ্ধ ব্রেট লি

স্পোর্টস রিপোর্টার ॥ নিদাহাস টি২০ ট্রফির ফাইনালে ১৯তম ওভারে দেয়া রুবেল হোসেনের ২২ রানেই বাংলাদেশের স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায়। পরে টুইটারে ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। তবে টুর্নামেন্টজুড়ে রুবেলের দুর্দান্ত বোলিংয়ে মুগ্ধতা প্রকাশ করেছেন সাবেক অস্ট্রেলীয় স্পিডস্টার ব্রেট লি, ‘রুবেলই খুব সম্ভবত এই প্রতিযোগিতার একমাত্র বোলার, যে বলের সিম সোজা রেখে বোলিং করেছে। স্বল্প রান-আপেও দারুণ দারুণ সব ইয়র্কার দিয়েছে।’ লিখেছেন তিনি। ফাইনালে নিজের প্রথম ৩ ওভার দুর্দান্তই করেছিলেন রুবেল। মাত্র ১৩ রান দিয়ে ২ উইকেট তুলে নিয়েছিলেন। আত্মবিশ্বাসের সঙ্গেই এসেছিলেন ইনিংসের ১৯তম ওভার করতে। জয়ের জন্য ভারতের তখন ১২ বলে দরকার ৩৪ রান। রুবেলের সেই ওভার থেকে দিনেশ কার্তিক তুলে নেন ২২ রান। সুযোগ তৈরি করেও শেষ মুহূর্তের নাটকীয়তায় হতাশা নিয়ে ফেরে বাংলাদেশ। পুরো ম্যাচটা মহূর্তের মধ্যে বদলে দেয়া ওভারে নায়ক থেকে ভিলেন হয়ে যান রুবেল। দায় স্বীকার করে ক্ষমা চেয়েছেন দেশের সকল ক্রিকেটভক্তদের কাছে। ‘আমি জানি এটা আমার ভুল। কিন্তু সততার সঙ্গেই বলছি আমি কখনও ভাবিনি এমন উইনিং অবস্থানে থেকে শুধু আমার জন্যই বাংলাদেশ হেরে যেতে পারে। আমি দেশবাসীর কাছে এ হারের জন্য ক্ষমা চাইছি। দয়া করে আমাকে সবাই ক্ষমা করে দেবেন।’ টুইটারে লিখেছেন তিনি। তবে দুঃখ না পেয়ে রুবেলকে মাথা উঁচুতে রাখার পরামর্শ দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার ব্রেট লি। টি২০’র মতো ছোট্ট ফরমেটে ফাইনালের এক ম্যাচে এমন বোলিংয়ে দোষের কিছু দেখছেন না অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার। রুবেলকে সমর্থন দিয়ে তিনি আরও লিখেছেন, ‘তোমার মাথা উঁচুতে রাখ রুবেল। তুমি তোমার সেরাটা দিয়ে চেষ্টা করেছিলে। আমি নিশ্চিত তোমার জন্য তোমার দেশও গর্বিত।’ হয়তো নিজে গতি তারকা ছিলেন বলেই কি রুবেলকে এত পছন্দ ব্রেট লি’র। অস্ট্রেলিয়ার সাবেক ফাস্ট বোলারের কণ্ঠে রীতিমতো মুগ্ধতা ঝরেছে বাংলাদেশের এই পেসারকে নিয়ে। তার মতে, নিদাহাস ট্রফিতে যত পেসার খেলেছেন তাদের মধ্যে রুবেলের ইয়র্কার দেয়ার ক্ষমতাই মনে ধরেছে অস্ট্রেলিয়ার হয়ে ৩১০ টেস্ট উইকেট পাওয়া লি’র। ফাইনাল নয়, লি অবশ্য গোটা টুর্নামেন্টে তার বোলিং দেখে রুবেলকে পছন্দ করেছেন। পাঁচ ম্যাচে যৌথভাবে দ্বিতীয় সর্বাধিক ৭ উইকেট নিয়েছেন ২৮ বছর বয়সী টাইগার গতি তারকা। সেরা ২/২৪। ২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা রুবেল এ পর্যন্ত ২২ টি২০তে নিয়েছেন ২৩ উইকেট। সেরা ৩/৩১। ওয়ানডেতে তার শিকার সংখ্যা ১০৭, টেস্টে ৩৩। ফার্স্ট ক্লাসে ৭৭, আর লিস্ট এ’ ম্যাচে নিয়েছেন ২১৪ উইকেট।
×