ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কেপটাউনে ‘নির্দোষ’ রাবাদাকে পাচ্ছে প্রোটিয়ারা

প্রকাশিত: ০৬:৩৬, ২১ মার্চ ২০১৮

কেপটাউনে ‘নির্দোষ’ রাবাদাকে পাচ্ছে প্রোটিয়ারা

স্পোর্টস রিপোর্টার ॥ দক্ষিণ আফ্রিকার জন্য স্বস্তির খবর, ‘নাম্বার ওয়ান’ পেসার কাগিসো রাবাদাকে নিয়েই কেপটাউনে গুরুত্বপূর্ণ টেস্টে মাঠে নামছে ফ্যাফ ডুপ্লেসিসের দল। দ্বিতীয় টেস্টে প্রতিপক্ষ অধিনায়ক স্টিভেন স্মিথের সঙ্গে ধাক্কাটা অনিচ্ছাকৃত ছিল বলে তুখোড় এই ফাস্ট বোলারের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে গেছে। আগেই আপীল করা হয়েছিল, এমনকি অনিশ্চয়তার মধ্যেও তাকে দলে রাখে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) নির্বাচকম-লী। আর আপীলের শুনানি শেষে মঙ্গলবার আসে সুখবর। বৃহস্পতিবার শুরু হতে যাওয়া তৃতীয় টেস্টে খেলছেন রাবাদা। ১-১এ চলমান চার ম্যাচের সিরিজে কেপটাউনের তৃতীয় টেস্টটা দু’দলের জন্যই মহাগুরুত্বপূর্ণ। মঙ্গলবার ভিডিও করফারেন্সের মাধ্যমে ৬ ঘণ্টার শুনানি শেষে আইসিসির আপীল কমিশনার মাইকেল হ্যারন জানান, রাবাদা আইসিসির ‘লেভেল-২’ ভঙ্গ করেননি। ইচ্ছা করে স্মিথকে ধাক্কা দেননি। তবে তার উদযাপনকে ক্রিকেট স্পিরিটের পরিপন্থী বলে উল্লেখ করে রাবাদার ম্যাচ ফী’র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি নামের পাশে যুক্ত হয়েছে ১টি ডিমেরিট পয়েন্ট। রাবাদার পক্ষে আইনজীবী ছিলেন দক্ষিণ আফ্রিকার লিগাল এ্যাডভোকেট ডালি এমপফু। পোর্ট এলিজাবেথে দ্বিতীয় টেস্টের ঘটনা। অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ আউট হওয়ার পর উল্লাস করতে করতে স্মিথের পাশ দিয়ে যাওয়ার সময় তার কাঁধের সঙ্গে ধাক্কা লাগে রাবাদার। প্রোটিয়া তারকাকে ৩টি ডিমেরিট পয়েন্ট দেন ম্যাচ রেফারি জেফ ক্রো। তাতে এক মৌসুমে মোট ৮ ডিমেরিট পয়েন্ট হয়ে যাওয়ায় দুই ম্যাচ নিষিদ্ধ হন রাবাদা। কিন্তু ১৭ মার্চ তার এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপীল করে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। সেই আপীলের শুনানিতে তার বিরুদ্ধে আনা আইসিসির আচরণবিধির ‘লেভেল-২’ ভঙ্গের অভিযোগ থেকে মুক্তি পেলেন। রাবাদা বলেন, ‘এটা আমার ও দলের জন্য দারুণ খবর। কারণ সিরিজে এগিয়ে যেতে তৃতীয় টেস্টটা খুবই গুরুত্বপূর্ণ। আর স্মিথের সঙ্গে ঘটনাটি ছিল অপ্রত্যাশিত। যদিও আমার আরও সতর্ক হওয়া উচিত ছিল। আশা করছি ভবিষ্যতে আর এমনটা হবে না।’ ডারবানের প্রথম টেস্টে ১১৮ রানের বড় জয়ে সিরিজে এগিয়ে গিয়েছিল সফরকারী অস্ট্রেলিয়া। আর পোর্ট এলিজাবেথে ৬ উইকেটের দারুণ জয়ে ঘুরে দাঁড়ায় স্বাগতিক প্রোটিয়ারা। দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়েছিলেন এবি ডি ভিলিয়ার্স। তবে ১১ উইকেট নিয়ে ওই ম্যাচের নায়ক এই রাবাদাই। মাত্র ২৮ টেস্টের ক্যারিয়ারে ১৩৫ উইকেট শিকার করে এখন র‌্যাঙ্কিংয়ের সেরা বোলার তিনি। ওদিকে ইনজুরি-ফিটনেসের অভাবে এই টেস্ট থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন ডেল স্টেইন। যার অর্থ সিরিজের চতুর্থ ও শেষ টেস্টটাই হতে যাচ্ছে আধুনিক দক্ষিণ আফ্রিকার সফলতাম পেসারের ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ। অবসরের ঘোষণাটা তিনি আগেই দিয়েছেন।
×