ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

সাবেক ফরাসী তারকা ফুটবলার অঁরির স্বপ্ন!

প্রকাশিত: ০৬:১৭, ১৫ মার্চ ২০১৮

সাবেক ফরাসী তারকা ফুটবলার অঁরির স্বপ্ন!

স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ ফুটবল ক্লাব আর্সেনালের হয়ে সর্বকালের সর্বাধিক গোলদাতা থিয়েরি অঁরি। এবার সেই দলটিরই কোচ হওয়ার স্বপ্নে বিভোর সাবেক এ ইংলিশ ফরোয়ার্ড। সম্প্রতিই লীগ কাপ ফাইনালে ম্যানচেস্টার সিটির কাছে বিধ্বস্ত হয়েছে আর্সেনাল। আরসেন ওয়েঙ্গারের দল বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লীগেও শীর্ষে চারে থাকা দলের চেয়ে ১০ পয়েন্ট পিছিয়ে আছে। ২০১৯ সাল পর্যন্ত ওয়েঙ্গারের চুক্তি আছে আর্সেনালের সঙ্গে। টানা দ্বিতীয় মৌসুমে দলের বাজে অবস্থার কারণে এবার সিংহাসন নড়বড়ে হয়ে উঠেছে ওয়েঙ্গারের। এবার চ্যাম্পিয়ন্স লীগে অংশ নিতে পারেনি দলটি, আগামী বছরেও যদি একই ব্যর্থতায় পড়ে তাহলে হয়তো নতুন কোচের সন্ধানেই নামবে আর্সেনাল। এই মুহূর্তে বেলজিয়ামের কোচিং স্টাফ হিসেবে দায়িত্বে থাকা অঁরি এ বিষয়ে বলেছেন, ‘বেলজিয়ামের হয়ে এখনও আমি কাজ করছি। দেখা যাক সামনে কি ঘটে। আর্সেনালের হয়ে কাজ করার সুযোগ পাওয়াটা আমার জন্য অনেক বড় স্বপ্ন। অবশ্যই আগ্রহী, কে হবেন? কিন্তু এখনও যে ব্যক্তিটি দায়িত্বে আসীন তিনি থাকা অবস্থায় আমি এটা নিয়ে কথা বলতে পারি না। এখন আমার কাজ বেলজিয়ামের সঙ্গে।’ ১৯৯৯ সালে ওয়েঙ্গারের হাত ধরেই আর্সেনালে যোগ দিয়েছিলেন অঁরি। তিনি মনে করেন এই মুহূর্তে ধারাবাহিকতার চরম অভাবই ক্লাবের সঙ্কটের মূল কারণ। নতুন বছরে সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৬ ম্যাচ হেরেছে আর্সেনাল। ৪০ বছর বয়সী অঁরি আরও বলেন, ‘আরসেনের যেটা হয়েছে, তা হচ্ছে খারাপ একটা সময়ের মধ্যে পড়ে গেছেন তিনি। এটাই সবকিছু কঠিন করে দিয়েছে। নিজেদের মাঠের বাইরে কিছু খেলায় ভাল নৈপুণ্য দেখাতে হবে। তাহলেই ধারাবাহিকতা আসবে।’
×