ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শিল্প স্থাপন ও বিনিয়োগের সম্ভাবনাময় স্থান সিলেট

প্রকাশিত: ০৪:২২, ১৪ মার্চ ২০১৮

শিল্প স্থাপন ও বিনিয়োগের  সম্ভাবনাময় স্থান সিলেট

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে সিলেট চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি’র মতবিনিময় সভায় বক্তারা বলেছেন, সিলেট অঞ্চল শিল্প স্থাপন ও বিনিয়োগের জন্য খুবই সম্ভাবনাময় স্থান। এখানে যারা বিনিয়োগ করবেন তারা লাভবান হবেন। সিলেটে ইকোনমিক জোন, আইটি পার্ক ও ট্যুরিজম সেক্টরে বিনিয়োগের বিপুল সম্ভাবনা দেখা দিয়েছে। সিলেট চেম্বারের কনফারেন্স হলে মঙ্গলবার দুপুরে সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদেও সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অংশ নেন ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) ডেলিগেশন টু বাংলাদেশের চার্জ দ্য এ্যাফেয়ার্স কনস্টানটিনস ভার্ডাকিস, জার্মান এম্বাসির ডেপুটি হেড অব মিশন মাইকেল শুলতেইস, ই.ইউ ডেলিগেশন টু বাংলাদেশের ট্রেড এডভাইজার আবু সৈয়দ বেলাল। উপস্থিত ছিলেন কনস্টানটিনস ভার্ডাকিস এর স্ত্রী অ্যানা কনডোয়ান্নি। ইইউ ডেলিগেশন টু বাংলাদেশের চার্জ দ্য এ্যাফেয়ার্স কনস্টানটিনস ভার্ডাকিস তার বক্তব্যে বলেন, বাংলাদেশের সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়নের সম্পর্ক খুবই চমৎকার। ইইউ বাংলদেশের অন্যতম বাণিজ্যিক অংশীদার। প্রতিবছর বিপুল পরিমাণ পণ্য বাংলাদেশ এবং ইইউ’র মধ্যে আমদানি-রফতানি হয়। বিশেষ করে বাংলাদেশ থেকে গার্মেন্টস প্রোডাক্ট ইউরোপিয়ান ইউনিয়নে রফতানি হয়। কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের ব্যাপক বাণিজ্যিক বৈষম্য রয়েছে। এই বৈষম্য দূরীকরণে বিভিন্ন উদ্যোগ নেয়া হচ্ছে। এ বিষয়ে আমরা বাংলাদেশ সরকারের সঙ্গেও আলোচনা করছি। তিনি জানান, ২০১৬ সালে দ্বি-পাক্ষিক বাণিজ্য ছিল ১৯ বিলিয়ন ইউরো। এই রফতানি যাতে আরও বৃদ্ধি পায় সেই লক্ষ্যে নানা উদ্যোগ নিচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন। তিনি বলেন, বাংলাদেশ খুবই সম্ভাবনার দেশ। এখানে বিনিয়োগের সমস্যা ও সম্ভাবনা এবং সরাসরি বিনিয়োগ করার জন্য আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি। বাংলাদেশ ধীরে ধীরে উন্নতির দিকে এগুচ্ছে। এখানে মহিলাদের কর্মসংস্থান এবং নারীদের ক্ষমতায়ন বৃদ্ধি পাচ্ছে। জার্মান এম্বাসির ডেপুটি হেড অব মিশন মাইকেল শুলতেইস বলেন, জার্মানি বাংলাদেশী পণ্যের অন্যতম বৃহত্তম বাজার।
×