ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

শিবিলিভস কাপের চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ০৭:১৯, ১০ মার্চ ২০১৮

শিবিলিভস কাপের চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র

স্পোর্টস রিপোর্টার ॥ চার জাতির টুর্নামেন্ট শিবিলিভস কাপের চ্যাম্পিয়ন হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইংল্যান্ডের গোলরক্ষক কারেন বার্ডসলির একমাত্র আত্মঘাতী গোলে ম্যাচটা জিতে টুর্নামেন্টের দ্বিতীয় শিরোপা উঁচিয়ে ধরে আমেরিকার প্রমীলারা। এই ম্যাচ দিয়ে ক্যারিয়ারের ২৫০তম ম্যাচ খেলার রেকর্ড গড়লেন মার্কিন যুক্তরাষ্ট্রের তারকা ফুটবলার কার্লি লয়েড। আমেরিকার প্রতিভাবান এই তারকা খেলোয়াড় বিশ্বকাপের ফাইনালে গোল করার পাশাপাশি ২০০৮ এবং ২০১২ সালে অলিম্পিক পদকজয়ী ম্যাচেও গোল করার রেকর্ড গড়েছিলেন। অথচ এই ম্যাচ ড্র করলেই চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ ছিল ইংল্যান্ডের। কিন্তু দুর্ভাগ্য তাদের। কোচ হওয়ার পর এটাই ছিল ফিল নেভিলসের প্রথম টুর্নামেন্ট। কিন্তু সর্মথকদের হতাশ করলেন তিনি। তবে যুক্তরাষ্ট্রের কাছে হারলেও নিজেদের পারফর্মেন্সে সন্তুষ্ট প্রকাশ করেছেন নেভিলস। এ প্রসঙ্গে নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘ম্যাচটা খুব কঠিন ছিল তবে সম্ভাব্য সবচেয়ে উপভোগ্য একটা ম্যাচ খেললাম এই টুর্নামেন্টে। কেননা, খুব ভাল একটা দলের বিপক্ষে খেলেই হেরেছি আমরা। ম্যাচের আগে আমি যেভাবে শিষ্যদের খেলতে বলেছিলাম তারা ঠিক সেভাবে পারফর্ম করতে পারেননি কিন্তু শেষ ৩০ মিনিট বেশ ভালই খেলেছি আমরা। এই ম্যাচ থেকে দলের খেলোয়াড়দের সম্পর্কে বেশ ভালই জানতে পেরেছি।’
×