ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ-মালয়েশিয়া ফ্রেন্ডশিপ টেনিস

প্রকাশিত: ০৬:২৯, ৭ মার্চ ২০১৮

বাংলাদেশ-মালয়েশিয়া ফ্রেন্ডশিপ টেনিস

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ কমার্স ব্যাংক লিঃ-এর পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ টেনিস ফেডারেশন ও উত্তরা ক্লাব লিঃ-এর যৌথ ব্যবস্থাপনায় আয়েজিত ‘বাংলাদেশ-মালয়েশিয়া ফ্রেন্ডশিপ টেনিস টুর্নামেন্ট’ শুরু হবে ৮ মার্চ থেকে। বাংলাদেশের টপ সিডেড চার খেলোয়াড় এবং মালয়েশিয়ার চার খেলোয়াড়ের মধ্যে দুটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান ৮ মার্চ রমনাস্থ জাতীয় টেনিস কমপ্লেক্সে এবং সমাপনী অনুষ্ঠান ৯ মার্চ উত্তরা ক্লাব টেনিস কোর্টে অনুষ্ঠিত হবে। বাংলাদেশের খেলোয়াড়রা হলেন : অমল রায়, রঞ্জন রাম, দীপু লাল এবং আখতার হোসেন রানা। মালয়েশিয়ার খেলোয়াড়রা হলেন : আইমান বিন হামদান, তালহা বিন মোহাম্মদ রাহিজাম, নওফল সিদ্দক বিন কামরুজ্জামান এবং আজরুল এখসান বিন আজমান। প্রতিযোগিতায় উভয়দিনেই ডেভিস কাপ প্রতিযোগিতার নিয়মানুসারে দুটি একক এবং একটি দ্বৈত খেলার ফলাফলের ভিত্তিতে চূড়ান্ত ফলাফল বিবেচনা করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন। এ উপলক্ষে মঙ্গলবার টেনিস ফেডারেশনের সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এএসএম হায়দার (টুর্নামেন্ট ডিরেক্টর), কিউএম ফোরকান (ম্যানেজিং ডিরেক্টর, বাংলাদেশ কমার্স ব্যাংক লিঃ), সেলিম শাহেদ (মেম্বার ইন চার্জ, ফাইন্যান্স, উত্তরা ক্লাব লিঃ)। ভালুকার ধলিয়া বহুলী স্কুল এ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া নিজস্ব সংবাদদাতা ভালুকা ॥ ভালুকা উপজেলার ধলিয়া বহুলী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা মঙ্গলবার কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠান গভর্নিং বডির সভাপতি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ শহীদ তাজউদ্দিন আহম্মেদের ভাগিনা আলহাজ¦ নজরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন মরিয়ম ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি আলম আহম্মেদ । অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ গোলাম মোস্তফা। বক্তব্য রাখেন তাজউদ্দিন আহম্মেদের কন্যা, স্বনামধন্য লেখক মাহজাবিন আহম্মেদ মিমি, মিসেস নীলা আহম্মেদ, কথাসাহিত্যিক জহির রায়হানের নাতনী ভাষা রায়হান, নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আব্দুর রশিদের বোন সাবিলা নাসরিন, অধ্যক্ষ এস এম ওয়াসেক আল-আমিন শিপন, ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আদনান ইসলাম খান ও অধ্যক্ষ মঞ্জুরুল হক খান প্রমুখ।
×