ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে

প্রকাশিত: ০৪:৫৪, ৭ মার্চ ২০১৮

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে প্রতি ব্যারেল ৬৫ ডলার ছুঁয়েছে। তবে বাজার বিশ্লেষক জানিয়েছেন আগামী পাঁচ বছরে যুক্তরাষ্ট্র জ্বালানি তেলের উৎপাদন আরও বাড়াবে; ফলে সামগ্রিকভাবে জ্বালানি তেলের বাজার নিম্নমুখীই থাকবে। সোমবার আন্তর্জাতিক বাজারে বেঞ্চমার্ক অশোধিত ব্রেন্ট তেলের দাম ০.৬ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল হয় ৬৪.৭৩ ডলার। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দাম ০.৭ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল বিক্রি হয় ৬১.৬৭ ডলার। এদিকে সোমবার আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) পূর্বাভাসে বলা হয়, যুক্তরাষ্ট্রের জ্বালানি তেল উৎপাদন ব্যাপকভাবে বাড়ছে। ২০২৩ সাল নাগাদ দেশটি দৈনিক প্রায় ১৭ মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন করবে। যেখানে গতবছর দৈনিক গড় উৎপাদন ছিল ১৩.২ মিলিয়ন ব্যারেল। তিন বছরেও চালু হয়নি ৬ কৃষি বিপণন কেন্দ্র অর্থনৈতিক রিপোর্টার ॥ মেহেরপুরে নির্মাণের তিন বছর পরও চালু হয়নি সরকারীভাবে নির্মিত ৬টি কৃষি বিপণন কেন্দ্র। কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে প্রায় কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছিল এই কেন্দ্রগুলো। কৃষি বিভাগ বলছে, প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় কেন্দ্রগুলো চালু করা সম্ভব হয়নি। পুনরায় প্রকল্পের জন্য মন্ত্রণালয়ে যোগাযোগ করছেন তারা। মেহেরপুরের পশু হাটের কৃষি বিপণন কেন্দ্রে ক্রেতা-বিক্রেতার কোলাহল নেই; শুধুই পিনপতন নীরবতা। উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং মধ্যস্বত্বভোগীদের হাত থেকে কৃষকদের বাঁচাতে ২০১৬ সালে কৃষি ও জেলা মার্কেটিং বিভাগ এটি নির্মাণ করে।
×