ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শীর্ষে বিদ্যুত বিভাগ, তলানিতে সংসদ সচিবালয়

প্রকাশিত: ০৪:৪৯, ৭ মার্চ ২০১৮

শীর্ষে বিদ্যুত বিভাগ, তলানিতে সংসদ সচিবালয়

স্টাফ রিপোর্টার ॥ চলতি ২০১৭-১৮ অর্থবছরের আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি) ৩৮ দশমিক ০১ শতাংশ বাস্তবায়ন হয়েছে। গত অর্থবছরের একই সময়ে এডিপি বাস্তবায়নের হার ছিল ৩৭ দশমিক ৯১ শতাংশ। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সভা শেষে এক সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল এ তথ্য প্রকাশ করেন। তিনি বলেন, গত তিন বছরের তুলনায় একই সময়ে এবার এডিপি বাস্তবায়ন হয়েছে প্রায় দ্বিগুণ। আশা করছি, চলতি অর্থবছরের বাকি সময়ে কোন প্রাকৃতিক দুর্যোগ না হলে এডিপি বাস্তবায়নের হার আগের চেয়ে বেশি হবে। বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) দেয়া তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এডিপি বাস্তবায়নের জন্য ব্যয় হয়েছে ৬২ হাজার ৩৭২ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৪৫ হাজার ৫৩২ কোটি টাকা। উল্লেখ্য, চলতি অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচীতে মোট বরাদ্দের পরিমাণ ১ লাখ ৫৭ হাজার ৫৯৪ কোটি টাকা। এডিপি বাস্তবায়নে শীর্ষ ১০ মন্ত্রণালয় ও বিভাগ ॥ আইএমইডির প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা গেছে, এডিপি বাস্তবায়নে বরাদ্দের অর্থ ব্যয়ের দিক থেকে শীর্ষে বিদ্যুত বিভাগ (৭৪ দশমিক ৭৩ শতাংশ)। এরপরেই আছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ-ইআরডি (৬২ দশমিক ০৮ শতাংশ), ধর্ম বিষয়ক মন্ত্রণালয় (৫০ দশমিক ২৮ শতাংশ), স্থানীয় সরকার বিভাগ (৪৯ দশমিক ০১ শতাংশ), প্রধানমন্ত্রীর কার্যালয় (৪৬ দশমিক ৩১ শতাংশ), আইন ও বিচার বিভাগ (৪৪ দশমিক ৬৫ শতাংশ), বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় (৪২ দশমিক ০৯ শতাংশ), কৃষি মন্ত্রণালয় (৩৯ দশমিক ৮০ শতাংশ), জননিরাপত্তা বিভাগ (৩৮ দশমিক ৯৭ শতাংশ) এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ (৩৭ দশমিক ৫৪ শতাংশ)। বাস্তবায়নের দিক থেকে এগিয়ে থাকা মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে সবচেয়ে বেশি প্রকল্প স্থানীয় সরকার বিভাগের (২০৬টি)। এরপরেই আছে কৃষি মন্ত্রণালয় (৫৭টি) ও জননিরাপত্তা বিভাগ (৩০টি)। পিছিয়ে থাকা ১০ মন্ত্রণালয় ও বিভাগ ॥ জাতীয় সংসদ সচিবালয় একটি প্রকল্পের বিপরীতে আট মাসে মোট বরাদ্দের মাত্র ১ দশমিক ৭৩ শতাংশ ব্যয় করেছে। বরাদ্দের বিপরীতে ব্যয়ের দিক থেকে পিছিয়ে আছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (৪ দশকি ৬৩ শতাংশ), অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (৫ দশমিক ৫৬ শতাংশ), জনপ্রশাসন মন্ত্রণালয় (৫ দশমিক ৬৬ শতাংশ), শিল্প মন্ত্রণালয় (৬ দশমিক ৬০ শতাংশ), তথ্য মন্ত্রণালয় (১০ দশমিক ৫১ শতাংশ), রেলপথ মন্ত্রণালয় (১২ দশমিক ১২ শতাংশ), বাণিজ্য মন্ত্রণালয় (১২ দশমিক ২৭ শতাংশ), পররাষ্ট্র মন্ত্রণালয় (১৩ দশমিক ২৯ শতাংশ) এবং খাদ্য মন্ত্রণালয় (১৪ দশমিক ০৫ শতাংশ)। বাস্তবায়নে পিছিয়ে থাকা মন্ত্রণালয়গুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রকল্প রয়েছে রেলপথ মন্ত্রলায়ের (৪৩টি)। এরপরই আছে শিল্প মন্ত্রণালয় (৪১টি)। তালিকার তলানীতে থাকা অন্য মন্ত্রণালয় ও বিভাগগুলোর প্রকল্প সংখ্যা ১০ বা তারচেয়েও কম।
×