ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কনিষ্ঠ অধিনায়ক হিসেবে রশিদের বিশ্বরেকর্ড

প্রকাশিত: ০৪:৪২, ৫ মার্চ ২০১৮

কনিষ্ঠ অধিনায়ক হিসেবে রশিদের বিশ্বরেকর্ড

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ানডেতে সবচেয়ে কম বয়সে জাতীয় দলকে নেতৃত্ব দেয়ার রেকর্ড গড়লেন রশিদ খান। রবিবার বিশ্বকাপ বাছাইপর্বে স্কটল্যান্ডের বিপক্ষে টস করতে নেমে এই কীর্তি অর্জন করেন সময়ের আলোচিত লেগস্পিনার। এদিন তার বয়স ছিল ১৯ বছর ১৬৫ দিন। রশিদ পেছনে ফেলেছেন রাজিন সালেহকে। ২০০৪ সালে টাইগারদের নিয়মিত দলপতি হাবিবুল বাশারের ইনজুরিতে রাজিন ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন ২০ বছর ২৯৭ দিন বয়সে। গড়ছিলেন আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসের সর্বকনিষ্ঠ ওয়ানডে অধিনায়কের বিশ্বরেকর্ড। এবার তাকেই ছাড়িয়ে গেলেন আফগানিস্তানের রশিদ খান। ওয়ানডেতে কনিষ্ঠ অধিনায়কের তালিকায় পরের তিনটি স্থানে বারমুডার রডনি ট্রট (২০ বছর ৩৩২ দিন), জিম্বাবুইয়ের তাতেন্দা তাইবু (২০ বচর ৩৪২ দিন) ও ভারতের নবাব পতৌদি (২১ বছর ৭৭ দিন)। ২০০৪ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে সর্বকনিষ্ঠ অধিনায়কের রেকর্ড গড়েছিলেন রাজিন। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে হাতের আঙ্গুলের ইনজুরিতে পড়েন অধিনায়ক হাবিবুল বাশার সুমন। তাই দায়িত্ব বর্তায় রাজিনের কাঁধে। তবে ২ ম্যাচের বেশি অধিনায়কত্ব করার সুযোগ পাননি তিনি। ১৪ বছর পর রাজিনের সেই রেকর্ড ভেঙ্গে দিলেন আফগান তরুণ রশিদ। দেশটির নিয়মিত অধিনায়ক আসগার স্টানিকজাই ইনজুরির কারণে এই আসরে নেই। মজার ব্যাপার রাজিন ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে নেতৃত্ব দিয়েছিলেন। ঠিক তেমনি রশিদও ভারপ্রাপ্ত হিসেবে দলনেতা হলেন। ক’দিন আগেই ইতিহাসের সবচেয়ে কনিষ্ঠ বোলার হিসেবে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে ওঠেন রশিদ। এরপর টি২০তেও।
×