ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এসিআই মটর ও কোবেলকো কন্সট্রাকশনের চুক্তি

প্রকাশিত: ০৫:০৮, ৪ মার্চ ২০১৮

এসিআই মটর ও কোবেলকো কন্সট্রাকশনের চুক্তি

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশের সর্ববৃহৎ কৃষি যন্ত্রসামগ্রী সরবরাহকারী প্রতিষ্ঠান এসিআই মটর ও ভারতের শীর্ষ খনন যন্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান কোবেলকো কন্সট্রাকশন ইকিউপমেন্ট ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড একটি ডিলারশিপ বিষয়ক সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। বিশ্বের শীর্ষ চারটি খনন যন্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম জাপানের কোবেলকো কন্সট্রাকশন মেশিনারির (কেসিএম) একটি অঙ্গ প্রতিষ্ঠান কোবেলকো কন্সট্রাকশন ইকিউপমেন্ট ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। এসিআই মটর লিমিটেডের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও ডক্টর এফ. এইচ. আনসারি ও কোবেলকো কন্সট্রাকশন ইকিউপমেন্ট ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির এ্যাডভাইজার (ভারত ও দক্ষিণ এশিয়া) বিক্রম শর্মা উক্ত সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তি স্বাক্ষরের ফলে আনুষ্ঠানিকভাবে কোবেলকো এক্সকাভেটরের বিপণন ও বিক্রয়ের দায়িত্ব পেল এসিআই মটর।
×