ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লরিয়াস এ্যাওয়ার্ড জিতলেন ফেদেরার-সেরেনা

প্রকাশিত: ০৭:১৮, ১ মার্চ ২০১৮

লরিয়াস এ্যাওয়ার্ড জিতলেন ফেদেরার-সেরেনা

স্পোর্টস রিপোর্টার ॥ ২০১৭ সালের লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টসম্যান অব দ্য ইয়ারের পুরস্কার জিতেছেন ২০টি গ্র্যান্ডসøাম জয় করা সুইজারল্যান্ডের রজার ফেদেরার। মহিলা বিভাগের এই এ্যাওয়ার্ড জিতে নিয়েছেন যুক্তরাষ্ট্রের টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। মঙ্গলবার রাতে মোনাকোতে জমকালো আয়োজনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়েছে। পুরস্কারের জন্য পুরুষ বিভাগে মনোনয়ন পেয়েছিলেন রিয়াল মাদ্রিদের পর্তুগীজ ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, ইংলিশ এ্যাথলেট মো ফারাহ, সাইক্লিস্ট ক্রিস ফ্রুম, ফর্মুলা ওয়ানের লুইস হ্যামিল্টন এবং স্পেনের টেনিস খেলোয়াড় রাফায়েল নাদাল। শেষ পর্যন্ত রোনাল্ডোকে পেছনে ফেলে সেরা হয়েছেন ফেদেরার। ২০১৭ সালে ২৩তম গ্র্যান্ডসøাম জেতা সেরেনা সেরা হওয়ার পথে পেছনে ফেলেন স্পেনের টেনিস খেলোয়াড় গারবিন মুগুরুজা, দক্ষিণ আফ্রিকার এ্যাথলেট কেস্টার সেমেনিয়া, যুক্তরাষ্ট্রের এ্যাথলেট এ্যালিসন ফেলিক্স, যুক্তরাষ্ট্রের সাঁতারু কেটি লিডেকি ও আলপাইন স্কিইংয়ের তারকা মিকেলা সিফরিনকে। লরিয়াস বেস্ট স্পোর্টিং মোমেন্টের পুরস্কার জিতেছে ২০১৬ সালে বিমান দুর্ঘটনায় পড়া ফুটবল ক্লাব ব্রাজিলের শাপেকোয়েন্স। ২০১৭ সালে সাত বছর পর অস্ট্রেলিয়ান ওপেন ও পাঁচ বছর পর উইম্বলডনের শিরোপা জয় করেন ফেদেরার। বর্ষসেরা ক্রীড়াবিদ হতে পেরে উচ্ছ্বসিত তিনি। নিজের অভিমত ব্যক্ত করতে গিয়ে ফেদেরার বলেন, আমি বিশ্বাস করিনি আবারও এই পর্যায়ে ফিরে আসতে পারব। গত বছরটি আমি অসাধারণ কাটিয়েছি। বছরটি আমার স্বপ্ন সত্যি হওয়ার মতো কেটেছে। এটি আমি কখনও ভুলবো না। এর অর্থ পৃথিবী আমার সঙ্গেই রয়েছে। আবারও স্বরূপে ফিরে আসতে পারাটা সত্যিই আবেগের। ফেদেরার বর্ষসেরা পুরুষ খেলোয়াড় হলেও, মহিলা বিভাগ থেকে বর্ষসেরা হয়েছেন যুক্তরাষ্ট্রের সেরেনা। ২০১৭ সালের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতে ক্যারিয়ারে ২৩তম গ্র্যান্ডসøাম ট্রফি জয় করেন উইলিয়ামস পরিবারের ছোট কন্যা। এমন এ্যাওয়ার্ড জিততে পেরে সেরেনাও খুশি। মার্কিন কৃষ্ণকলি বলেন, আমার খুবই ভাল লাগছে গেল বছর বর্ষসেরা খেলোয়াড় হতে পেরে। আশাকরি ভবিষ্যতে আরও ভাল খেলা উপহার দিতে পারব। এই বয়সেও দারুণ ফর্মে থাকা ফেদেরাারের চাওয়া ট্রফির সেঞ্চুরি। তবে ১০০ ট্রফির জন্য এখন অনেক কষ্ট করতে হবে স্বীকার করেছেন টেনিস রাজা। এ প্রসঙ্গে ফেদেরারের ভাষ্য, ১০০ এখনও হয়নি, আরও বাকি আছে। আমার মূল লক্ষ্য থাকবে সুস্থ থেকে এগিয়ে যাওয়া।
×