ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নিদাহাস ট্রফিতেও সাকিবের খেলা অনিশ্চিত!

প্রকাশিত: ০৭:১৩, ১ মার্চ ২০১৮

নিদাহাস ট্রফিতেও সাকিবের খেলা অনিশ্চিত!

স্পোর্টস রিপোর্টার ॥ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে যে আঙ্গুলের ইনজুরিতে পড়েছেন, শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও টি২০ সিরিজও খেলতে পারেননি সাকিব আল হাসান। এখন যা বোঝা যাচ্ছে তাতে শ্রীলঙ্কায় আসন্ন তিনজাতি নিদাহাস ট্রফির শুরুতেও সাকিবকে পাওয়া যাবে না। প্রথম দুই-একটি ম্যাচ নিশ্চিতভাবে খেলতে পারবেন না সাকিব। তবে শেষ পর্যন্ত সাকিব ট্রফিতে একেবারেই নাও খেলতে পারেন। বিসিবি সূত্রে এমনই জানা গেছে। বুধবার সংবাদ মাধ্যমকে ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান এমনই ইঙ্গিত দিলেন। বললেন, ‘চেকআপ করতে থাইল্যান্ড গিয়েছে। আজকে (বুধবার) আসার কথা। আসার পর বলা যাবে। কিন্তু ওতো দলের সঙ্গে যাচ্ছে। ইনশাআল্লাহ সবকিছু ঠিকঠাক থাকলে হয়তোবা একটা দুইটা ম্যাচ মিস কারতে পারে। আশা করছি ওর খেলার সম্ভাবনা আছে। প্রথমটা হয়তবা...।’ আকরাম বুঝিয়েই দিয়েছেন বাংলাদেশ, ভারত ও স্বাগতিক শ্রীলঙ্কাকে নিয়ে যে নিদাহাস ট্রফি হবে, সেই ট্রফির শুরুতেও সাকিবকে মিলছে না। এই ট্রফি দিয়েই দেশের বাইরে বছরের প্রথম সফর শুরু করছে বাংলাদেশ। কিন্তু তাতে সাকিব না থাকলে দলতো এমনিতেই দুর্বল হয়ে পড়ছে। আর যদি হারের গোলকধাঁধায় আটকে পড়ে দল তাহলে আগামী সিরিজগুলোতেও এর প্রভাব পড়বে। বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক আকরাম খান বলেছেন, ‘এটা সত্যি যে যেমন পারফর্ম করা দরকার আমরা সেটা পারিনি। শুরুটা ভাল হয়েছিল ছিল (ত্রিদেশীয় সিরিজে)। কিন্তু শেষের দিকে পারফর্মেন্স ভাল হয়নি। এই মুহূর্তে বাংলাদেশ দলের জয় খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি ম্যাচ জিততে পারেন মেন্টালি বলেন, ফিজিক্যালি বলেন সবাই স্ট্রং হবে। যেহেতু যাচ্ছি দুটোই ভাল দল। শ্রীলঙ্কা ওদের মাটিতে অনেক শক্তিশালী। আপনি যদি কম্পেয়ার করেন টি২০, ওয়ানডে ও টেস্ট আমরা কিন্তু টি২০তে দুর্বল। আমরা শেষের দিকে ভাল সেট করতে পারিনি। এটার জন্য সময় লাগবে এবং গুরুত্বপূর্ণ হলো খেলোয়াড়দের ভাল খেলা। এই টিম নিয়ে কিন্তু আমরা শ্রীলঙ্কাকে হারিয়েছি। আল্লাহর রহমত যদি থাকে সেখানে ভাল করবে। পারফর্মেন্স ইজ লাইক এ্যা ওয়েভ। কখনও উঁচু থাকে, কখনও নিচু থাকে। আশা করছি আমরা যে অবস্থায় আছি এখান থেকে যেন ভাল অবস্থায় আসি।’ ভারতের বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার বিশ্রামে, বাংলাদেশ মানসিকভাবে এগিয়ে থাকবে? আকরাম জানান, ‘সেটা থাকবে। তবে ভারত এমন একটা দল যাদের ব্যাকআপ খেলোয়াড় প্রচুর। ওরা যারাই খেলার সুযোগ পায়, শতভাগ পারফর্মেন্স করে নেয়। ওরা জানে যে, এটাই একটা সুযোগ। দল হিসেবে যদি শক্তির কথা বিবেচনা করেন আপনার ওত কমবে না। হ্যাঁ আপনি যদি নাম দেখেন, সিনিয়র খেলোয়াড়রা নামী যারা ওরা যদি না থাকে স্বাভাবিক ওদের বিপক্ষে মনোবল পাবেই। আশা করছি এই কাজটি করতে পারি।’ ব্যাটিং পরামর্শক কাকে পাচ্ছি, কবে পাচ্ছি? আকরাম বলেন, ‘আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। কথা চলছে। কিছু আনুষ্ঠানিকতা বাকি আছে। এটা কিছুদিনের মধ্যে হয়ে যাবে। কাকে পাচ্ছি বলা যাবে না। ওদের থেকেই মিডিয়াতে বলতে না করে দিয়েছে।’ আফগানিস্তানের সঙ্গে ৫টি ওয়ানডে খেলার কথা। এ সিরিজের অবস্থাও জানান আকরাম, ‘এটা ফিক্স হয়নি। বাট এ টিমের তিনটা ট্যুর হচ্ছে। শ্রীলঙ্কা আসবে, বাংলাদেশ দল আয়ারল্যান্ড যাবে তারপর আবার ওয়েস্ট ইন্ডিজ আসবে। এপ্রিলের দিকে আসবে শ্রীলঙ্কা, আমরা জুনে (আয়ারল্যান্ড) যাচ্ছি। তারপর আমরা ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছি। এবার যেহেতু টপ ক্লাস তিনটা এ টিমের সঙ্গে খেলবে, আমার মনে হয় এখানে খেলোয়াড়দের জন্য ভাল একটা সুযোগ। যদি এখানে পারফর্মেন্স করতে পারে, এটা ওদের জন্য ভাল, দেশের জন্যও ভাল।’ সবই ঠিক আছে। কিন্তু সাকিবহীন বাংলাদেশ দল যে কতটা দুর্বল, তাতো ভাল করেই বোঝা গেছে। ত্রিদেশীয় সিরিজে সাকিবকে ব্যাটিংয়ে পাওয়া যায়নি। বেহাল দশা হয়েছে। টেস্ট সিরিজ সাকিবকে ছাড়া বাঁচানো যায়নি। টি২০ সিরিজেও হোয়াইটওয়াশ হতে হয়েছে। ৬ মার্চ থেকে ১৮ মার্চ অনুষ্ঠেয় নিদাহাস ট্রফিতেও যদি শুরুতে সাকিবকে না মিলে, গ্রুপ পর্বের চার ম্যাচের দুটিতেই খেলতে না পারেন, তাহলে দল আরও দুর্বল হয়ে পড়বে। এমনিতেই টি২০তে বাংলাদেশের বেহাল দশা। নিদাহাস ট্রফির শুরুতে সাকিবকে না মিললে, দল হারলে, এর প্রভাবতো সামনের ম্যাচগুলোতেও মিলবে।
×