ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

চাঁদেও পাওয়া যাবে ফোরজি তরঙ্গ

প্রকাশিত: ০৬:৪২, ১ মার্চ ২০১৮

চাঁদেও পাওয়া যাবে ফোরজি তরঙ্গ

২০১৯ সালে চাঁদেও পাওয়া যাবে ফোরজি তরঙ্গ। মোবাইল জায়ান্ট ভোডাফোন, নকিয়া মিলে চাঁদে ফোরজি মোবাইল নেটওয়ার্ক স্থাপন করছে। ২০১৯ সাল নাগাদ চাঁদে ফোরজি নেটওয়ার্ক চালু করতে প্রতিষ্ঠানগুলো বার্লিনভিত্তিক কোম্পানি পিটিসাইন্টিস্টকে অর্থসহায়তা দিচ্ছে। পিটিসাইন্টিস্টের কেট আর্কলেস গ্রে নামে এক বিজ্ঞানী জানিয়েছেন, চাঁদ থেকে আমরা ছবি, ভিডিও ও বিপুলসংখ্যক বৈজ্ঞানিক ডেটা সংগ্রহ করছি। এগুলো আমরা সরাসরি রোভার (চন্দ্রযান) থেকে পৃথিবীতে পাঠাতে পারি না। কারণ এতে দ্রুত গতির ইন্টারনেটের প্রয়োজন হয়। চাঁদে ফোরজি স্থাপিত হলে ডেটাগুলো আমরা পৃথিবীতে বসেই পেয়ে যাব। চাঁদ থেকেও লাইভ এইচডি ভিডিও স্ট্রিমিং সম্ভব হবে। এই প্রকল্পে নকিয়া একটি আল্ট্রা কম্প্যাক্ট নেটওয়ার্ক তৈরি করবে, যার ওজন হবে এক কিলোগ্রাম। গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান অডির তৈরি দুটি লুনার রোভার ফোরজি নেটওয়ার্ক ব্যবহার করে বেস স্টেশনে হাই ডেফিনিশন ভিডিও দেখার সুযোগ দেবে। -অর্থনৈতিক রিপোর্টার ভারতের মুম্বাইয়ে ওয়ার্ল্ড এইচ আর ডি কংগ্রেস আয়োজিত ড্রিমকোম্পানি টু ওয়ার্ক ফর বেস্ট ওয়ার্কপ্লেস প্র্যাকটিস এ্যাওয়ার্ড অনুষ্ঠানে পুরস্কার গ্রহণ করেন লংকাবাংলা সিকিউরিটিজের প্রধান মানব সম্পদ কর্মকর্তা আহমেদ কামরুল হাসান
×