ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

তিন জেলায় আজ থেকে কৃষি প্রযুক্তি মেলা

প্রকাশিত: ০৬:৪০, ১ মার্চ ২০১৮

তিন জেলায় আজ থেকে কৃষি প্রযুক্তি মেলা

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের তিনটি জেলায় আজ বৃহস্পতিবার থেকে কৃষি-প্রযুক্তি মেলা শুরু হতে যাচ্ছে। কৃষক ও কৃষি উদ্যোক্তাদের মধ্যে কৃষি প্রযুক্তি, উদ্ভাবন এবং পরিবেশবান্ধব চাষাবাদের জ্ঞান ছড়িয়ে দিতে তিন পর্বের এ মেলা-প্রদর্শনী আয়োজন করা হয়েছে। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি এবং কৃষি সম্প্রসারণ অধিদফতর যৌথভাবে এই মেলার আয়োজন করছে। তিন পর্বের প্রথম মেলা খুলনার ডুমুরিয়ায় স্বাধীনতা মাঠে আগামী ১ ও ২ মার্চ অনুষ্ঠিত হবে। মোহাম্মাদ আশেক হাসান, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ডুমুরিয়া, খুলনা, আগামী ১ মার্চ বৃহস্পতিবার সকাল ১০টায় এই মেলার শুভ উদ্বোধন করবেন। এতে বিশেষ অতিথি থাকবেন ডুমুরিয়া উপজেলা কৃষি আফিসার মোহাম্মাদ নজরুল ইসলাম। ৫ ও ৬ মার্চ ঝিনাইদহের কালিগঞ্জের কালিচরণ ইউনিয়ন পরিষদের মাঠে ২ দিনব্যাপী এবং ৯ থেকে ১১ মার্চ যশোরের গদখালিতে টাওরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ৩ দিনব্যাপী মেলার আয়োজন করা হয়েছে। মেলা প্রতিদিন সকাল ১০টায় শুরু হবে। মেলায় স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হবে। দেশের কৃষি শিল্প দ্রুত বেড়ে উঠলেও এ খাতের সঙ্গে সংশ্লিষ্টরা বৈশি^ক প্রযুক্তির উন্নতির সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাবার ক্ষেত্রে বাধার সম্মুখীন হচ্ছে। টিস্যু কালচার থেকে শুরু করে নার্সারি পরিচর্যা, জমি তৈরি, চাষাবাদ, ফসল তোলার পর সংরক্ষণ ও পরিবহন পর্যন্ত কাজগুলো সম্পন্ন করতে কৃষির সঙ্গে জড়িত সকলেই দ্রুতবর্ধনশীল বাজারের সঙ্গে সমানতালে চলতে লড়ে যাচ্ছে। এই মেলার মাধ্যমে দর্শনার্থীরা প্রয়োজনীয় প্রযুক্তি ও সেবা সম্পর্কে জানতে পারবে এবং সেবা প্রদানকারীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবে। কৃষি যন্ত্রপাতি, সার ও বীজের সর্বোত্তম ব্যবহারসহ আরও নানা বিষয়েও তারা জানতে পারবে। পত্নীতলায় রাকাবের মতবিনিময় নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) নওগাঁর পতœীতলা শাখার উদ্যোগে আমানত সংগ্রহ ও হিসাব খোলার বিষয়ে মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে বুধবার ব্যাংক চত্বরে গ্রাহকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় গ্রাহকদের সঞ্চয় ও আমানত খোলার জন্য উদ্বুদ্ধ করার লক্ষ্যে এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী আলমগীর।
×