ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

বুথফেরত জরিপ

ত্রিপুরায় ক্ষমতা হারাচ্ছে বামফ্রন্ট

প্রকাশিত: ০৬:৩৪, ১ মার্চ ২০১৮

ত্রিপুরায় ক্ষমতা হারাচ্ছে বামফ্রন্ট

ভারতের ত্রিপুরা রাজ্যের বামফ্রন্ট সরকারকে ক্ষমতাচ্যুত করতে যাচ্ছে বিজেপি, বুথ ফেরত দুটি জরিপে এমন আভাস পাওয়া গেছে। বুধবার জানকিবাত-নিউজএক্স ও এক্সিস মাইইন্ডিয়ার দুটি জরিপের প্রকাশিত ফলের বরাতে এ খবর জানিয়েছে এনডিটিভি। জরিপের এ ফল সত্য হলে টানা পঁচিশ বছর পর ত্রিপুরায় বামফ্রন্ট সরকারের শাসনের অবসান ঘটবে। এতে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি ভারতের এ উত্তর-পূর্ব রাজ্যেও শক্ত ঘাঁটি গাড়বে বলে বিশ্লেষকদের ধারণা। মঙ্গলবার অনুষ্ঠিত মেঘালয় ও নাগাল্যান্ডের বিধানসভাতেও বিজেপি আগের তুলনায় অনেক বেশি ভোট পাচ্ছে বলে বুথফেরত জরিপের বরাত দিয়ে জানিয়েছে এনডিটিভি। জানকিবাত-নিউজএক্সের জরিপে বিজেপি ত্রিপুরায় প্রাপ্ত ভোটের ৫১ শতাংশ এবং ৩৫-৪০টি আসন পেতে পারে বলে ধারণা দেয়া হয়েছে। এক্সিস মাইইন্ডিয়ার জরিপে বলা হচ্ছে, প্রাপ্ত ভোটের ৪৯ শতাংশের পাশাপাশি ৪৪-৫০টি আসনে জিততে পারে বিজেপি-আইপিএফটি জোট। ৪০ শতাংশ ভোট পেয়ে বামফ্রন্ট পাবে ৯ থেকে ১৫টি আসন, ধারণা তাদের। জানকিবাতের জরিপে বামপন্থীরা এর চেয়ে ভোট এবং আসন কিছুটা বেশি পাবে বলে ধারণা মিলেছে। ৪৫-৪৬ শতাংশ ভোট পেয়ে বামফ্রন্ট ১৪ থেকে ২৩টি আসনে জিতবে বলে বলছে তাদের বুথফেরত জরিপ। দুটি জরিপেই কংগ্রেস এবং অন্যরা সর্বোচ্চ ১১ শতাংশ ভোট পাবে বলে ধারণা দেয়া হয়েছে; মিলতে পারে ৩টি আসনও। গত ১৮ ফেব্রুয়ারি বামপন্থীদের দীর্ঘদিনের ঘাঁটি ত্রিপুরায় বিধানসভার ৬০টি আসনের মধ্যে ৫৯টিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। সিপিএম প্রার্থী মারা যাওয়ায় একটি আসনের ভোট স্থগিত রাখা হয়। বাংলাদেশ সীমান্ত লাগোয়া দেশের উত্তর-পূর্ব এ রাজ্যের ক্ষমতায় যেতে অর্থ ও জৌলুসের তুমুল প্রদর্শনী ছিল বিজেপির পদ্মফুল মার্কাধারীদের। অন্যদিকে বামপন্থীদের প্রচারের কেন্দ্রে ছিলেন সৎ, নির্লোভ হিসেবে দেশজুড়ে পরিচিত টানা পাঁচবারের মুখ্যমন্ত্রী মানিক সরকার; যার ভাবমূর্তির ওপর ভর করে ২০১৩ সালের নির্বাচনে ৬০টির মধ্যে ৫০টিতেই জিতেছিল বামফ্রন্ট। জানকিবাত-নিউজএক্স ও এক্সিস মাইইন্ডিয়ার জরিপে বিজেপির বিপুল বিজয়ের সম্ভাবনা দেখা গেলেও সিভোটারের বুথফেরত জরিপে গেরুয়াজোটের সঙ্গে লাল পতাকার হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দেয়া হয়েছে। তাদের জরিপে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) ৪৪ দশমিক ৩ শতাংশ ভোট পেয়ে ২৬ থেকে ৩৪টি আসন পেতে পারে বলে ধারণা দেয়া হয়েছে। ৪২ দশমিক ৮০ শতাংশ ভোট পেয়ে বিজেপি জোট জিততে পারে ২৪ থেকে ৩২টি আসন। ৭ দশমিক ২০ শতাংশ ভোট পেয়ে কংগ্রেস বড়জোর দুটি আসনে জিততে পারে, বলছে তাদের জরিপ। কংগ্রেসের হাতে থাকা মেঘালয় রাজ্যে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) ২৩-২৭টি আসন পেয়ে বিজয়ী হতে যাচ্ছে বলে পূর্বাভাস জানকিবাত-নিউজএক্সের। ক্ষমতাসীন কংগ্রেস ২১ শতাংশ ভোট পেয়ে ১৩ থেকে ১৭টি আসন পেতে পারে বলে ধারণা তাদের। বিজেপি জিততে পারে ৮ থেকে ১২টি আসনে। এনপিপি ৩৯ শতাংশ এবং বিজেপি ১২ শতাংশ ভোট পেতে পারে, বলছে তাদের বুথফেরত জরিপ।
×