ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হিলি স্থলবন্দরে শুল্ক মূল্যায়ন আইন সংক্রান্ত কর্মশালা

প্রকাশিত: ০৪:৪৪, ২৭ ফেব্রুয়ারি ২০১৮

হিলি স্থলবন্দরে শুল্ক মূল্যায়ন আইন সংক্রান্ত কর্মশালা

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ব্যবহারকারী যাত্রীদের হয়রানি বন্ধ ও সেবার মান আরও বাড়াতে বিজিবি সদস্যদের নিয়ে কর্মশালা করেছে হিলি কাস্টমস কর্তৃপক্ষ। একইদিনে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম আরও গতিশীল করতে বন্দরের ব্যবসায়ীদের নিয়ে আরেকটি কর্মশালা করে কর্তৃপক্ষ। সোমবার সকাল ১০টায় পানামা হিলি পোর্টের সভা কক্ষে বাংলাদেশ-ভারতের মধ্যে যাতায়াতকারী পাসপোর্টধারী যাত্রীদের হয়রানি বন্ধ এবং সেবার মান আরও বাড়াতে বিজিবি সদস্যদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। বৈঠকে ব্যাগেজ রুলস সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আলোচনা করা হয়। কর্মশালায় একজন পাসপোর্টধারী যাত্রী কী পরিমাণ পণ্য কোনও প্রকার শুল্ককর ব্যতীত দেশে আনতে পারবে এবং কী কী পণ্য আমদানি নিষিদ্ধ রয়েছে সে বিষয়ে বিজিবি সদস্যদের অবহিত করা হয়। এছাড়াও ব্যাগেজ রুলস সম্পর্কে বিভিন্ন দিক তুলে ধরা হয়। হিলি স্থল শুল্কস্টেশনের সহকারী কমিশনার মশিয়ার রহমান রুলের সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলেন কাস্টমস এক্সসাইজ ভ্যাট কমিশনারেট রংপুর এর কমিশনার মোহাম্মদ আহসানুল হক। আরও উপস্থিত ছিলেন দিনাজপুর কাস্টমসের ডেপুটি কমিশনার ফরিদ আল মামুন। বৈঠকে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর মাশরুর এম এ রুমির নেতৃত্বে বিজিবির ১৭ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। পরে দুপুরে ওই সভাকক্ষে হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম আরও গতিশীল করা ও পণ্যের সঠিক মূল্য নির্ধারণের ক্ষেত্রে শুল্ক মূল্যায়ন বিধিমালা-২০০০ নিয়ে বন্দরের সিএ্যান্ডএফ এজেন্ট ও আমদানি, রফতানিকারক ব্যবসায়ীদের নিয়ে আলোচনা ও মতবিনিময় সভা করেছে কাস্টমস কর্তৃপক্ষ। এতে পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম, হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ হারুন, বাংলা হিলি কাস্টমস সিএ্যান্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি কামাল হোসেন রাজ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন, হিলি শুল্কস্টেশনের সুপার আব্দুল লতিফ, কাজী দ্বীন মোহাম্মদ প্রমুখ।
×