ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

সাকিবকে হটিয়ে শীর্ষে ম্যাক্সওয়েল

প্রকাশিত: ০৫:৩২, ২৬ ফেব্রুয়ারি ২০১৮

সাকিবকে হটিয়ে শীর্ষে ম্যাক্সওয়েল

স্পোর্টস রিপোর্টার ॥ ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত পারফর্মেন্সের পুরস্কার পেলেন গ্লেন ম্যাক্সওয়েল। সাকিব আল হাসানকে হটিয়ে আইসিসি টি২০ অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এলেন অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটার। অন্যদিকে ক’দিন আগেই রেকর্ড সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে ওয়ানডে বোলারদের তালিকায় এক নম্বরে উঠে আসা ১৯ বছর বয়সী আফগান লেগস্পিনার রশীদ খান এবার টি২০তেও শীর্ষস্থান দখল করেছেন। চোটের কারণে ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে পারেননি সাকিব। অন্যদিকে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় ট্রান্স-তাসমান টি২০ সিরিজে ব্যাটে-বলে ম্যাক্সওয়েল ছিলেন দুর্দান্ত। ম্যাক্স শীর্ষে উঠেছেন মূলত অসাধারণ ব্যাটিংয়ের জন্য। ত্রিদেশীয় টি২০তে ২৩৩ রান করেছেন আক্রমণাত্মক এই উইলোবাজ। পাশাপাশি অফস্পিনে নিয়েছেন ৩ উইকেট। এক ধাপ এগিয়ে উঠে গেছেন শীর্ষে। এই নিয়ে তৃতীয়বার অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলেন ম্যাক্সওয়েল। প্রথমবার ছিল ২০১৬ সালের সেপ্টেম্বরে। সাকিবের সঙ্গে রেটিং পয়েন্টের ব্যবধানও অনেকটা বাড়িয়ে নিয়েছেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়ান অলরাউন্ডারের রেটিং পয়েন্ট এখন ৩৯০, সাকিবের ৩২৬। টি২০ অলরাউন্ডারদের তিন, চার ও পাঁচে আগের মতোই আছেন যথাক্রমে মোহাম্মদ নবি, মারলন স্যামুয়েলস ও জেপি ডুমিনি। ওদিকে ওয়ানডেতে যৌথভাবে এক নম্বর হলেও টি২০তে বোলারদের তালিকায় এক নম্বরে এখন রশীদ একাই। জিম্বাবুইয়ের বিপক্ষে সিরিজে ২ ম্যাচে ৫ শিকারে একধাপ এগিয়ে টি২০ বোলারদের চূড়ায় উঠলেন তরুণ আফগান লেগস্পিনার। একধাপ এগিয়ে দুইয়ে উঠেছেন নিউজিল্যান্ডের ইশ সোধি। তবে রশীদের চেয়ে সোধি পিছিয়ে ৫৯ রেটিং পয়েন্ট। দুইধাপ এগিয়ে তিনে ক্যারিবিয়ান লেগস্পিনার স্যামুয়েল বদ্রি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজসেরা ভারতীয় পেসার ভুবনেশ্বর কুমার ২০ ধাপ এগিয়ে উঠেছেন ১২ নম্বরে। আটধাপ এগিয়ে ইংলিশ লেগস্পিনার আদিল রশীদ ১৫ নম্বরে। বোলারদের মতো টি২০ ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষেও এসেছে বদল।
×