ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

খামখেয়ালী সভার ৪৮তম আড্ডা

প্রকাশিত: ০৪:২১, ২৬ ফেব্রুয়ারি ২০১৮

খামখেয়ালী সভার ৪৮তম আড্ডা

স্টাফ রিপোর্টার ॥ ‘মহাভারতের নারী চরিত্রগুলো রবীন্দ্রনাথের কবিতা ও নাট্যকাব্যে ভিন্নমাত্রা পেয়েছে। চিত্রাঙ্গদা, গান্ধারী, কুন্তী, দেবযানীর মতো চরিত্রগুলো মহাভারতের চেয়ে শক্তিমান ও নান্দনিক করে এঁকেছেন রবীন্দ্রনাথ, তাদের প্রতিষ্ঠিত করেছেনে মর্যাদার আসনে’ খামখেয়ালী সভার ৪৮তম আড্ডায় এ কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের সংখ্যাতিরিক্ত অধ্যাপক ড. নারায়ণ চন্দ্র বিশ্বাস। রবীন্দ্র ভাবাদর্শে বিশ্বাসী এ সংগঠনের কার্যালয়ে ৪৮তম নিয়মিত মাসিক আড্ডা হয় শুক্রবার সন্ধ্যায়। অনুষ্ঠানে রবীন্দ্রনাথের নাট্যকাব্য ও কবিতায় নারী- প্রসঙ্গ মহাভারত বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন সভার সদস্য ইয়াতসিংহ শুভ। কালে কালে মহাভারতের চরিত্রগুলো কবি-সাহিত্যিকদের হাতে নব নব রূপ লাভ করে এসেছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে মন্তব্য করেন প্রধান আলোচক অধ্যাপক ড. নারায়ণ চন্দ্র বিশ্বাস। সাংস্কৃতিক পর্বে রবীন্দ্রনাথের গান গেয়ে শোনান শিল্পী মহাদেব ঘোষ ও সুমাইয়া ফারাহ খান। ‘কিছুই তো হলো না’, ‘মধুর বসন্ত এসেছে’, ‘জীবনে আমার যত আনন্দ’, ‘আজি প্রণমি তোমারে চলিব নাথ‘সহ বেশকিছু গান শোনান শিল্পীরা। খামখেয়ালী সভার সভাপতি মাহমুদ হাশিমের শুভেচ্ছা বক্তব্যের মধ্যদিয়ে শুরু হয় অনুষ্ঠান। সঞ্চালনা করেন ইশরাত রহমান নাদিয়া।
×