ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ডিপিএল খেলতে ঢাকায় ইউসুফ পাঠান

প্রকাশিত: ০৬:৫৩, ২৩ ফেব্রুয়ারি ২০১৮

ডিপিএল খেলতে ঢাকায় ইউসুফ পাঠান

স্পোর্টস রিপোর্টার ॥ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ (ডিপিএল) খেলতে বৃহস্পতিবার ঢাকায় এসেছেন ভারতের হার্ডহিটার ব্যাটসম্যান ইউসুফ পাঠান। তিনি এবার প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে ডিপিএলে খেলবেন। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব চার ম্যাচের মধ্যে মাত্র একটি ম্যাচে জিততে পেরেছে। শনিবার বিকেএসপিতে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে প্রাইম ব্যাংকের খেলা রয়েছে। এই ম্যাচ থেকেই খেলতে নামবেন ইউসুফ। ভারতীয় এ অলরাউন্ডার গত মৌসুমে ঢাকা আবাহনীতে খেলেছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) আসন্ন মৌসুমে সাকিব আল হাসানের দল সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলবেন ৩৫ বছর বয়সী ক্রিকেটার। ১৭৭ লিস্ট এ ক্রিকেট ম্যাচে ৩৩.৭৯ গড়ে ৪ হাজার ২৫৮ রান করেছেন ইউসুফ। এই অফস্পিনার বল হাতে নিয়েছেন ১১৪ উইকেট। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে চলমান ঢাকা প্রিমিয়ার লীগের প্রথম চার ম্যাচ খেলেছেন দিল্লীর ব্যাটসম্যান কুনাল চা-িলা। ভারতের হয়ে ৫৭ ওয়ানডে ও ২২ টি২০ ম্যাচ খেলেছেন ইউসুফ। ২০১২ সালের পর আর জাতীয় দলে সুযোগ পাননি। প্রাইম ব্যাংক জয় দিয়ে লীগ শুরুর পর টানা তিন ম্যাচ হেরেছে। পয়েন্ট তালিকায় ১২ দলের মধ্যে তাদের অবস্থান নবম। ইউসুফের আগমনে প্রাইম ব্যাংকের ভাগ্য ফেরে কি না সেটাই এখন দেখার অপেক্ষা।
×