ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

সিরিয়া প্রশ্নে নিরাপত্তা পরিষদে ভোটগ্রহণ

প্রকাশিত: ০৫:৪৬, ২৩ ফেব্রুয়ারি ২০১৮

সিরিয়া প্রশ্নে নিরাপত্তা পরিষদে ভোটগ্রহণ

সিরিয়ার রাজধানী দামেস্কের পূর্ব উপকণ্ঠে গাউতা অঞ্চলে জরুরী মানবিক সাহায্য সরবরাহ এবং চিকিৎসা সেবার সুযোগ করে দিতে ৩০ দিনের অস্ত্রবিরতির একটি প্রস্তাবের ওপর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বৃহস্পতিবার ভোটগ্রহণের কথা রয়েছে। প্রত্যক্ষদর্শীর বরাতে জানা গেছে, সেখানকার বেসামরিক লোকজন অবর্ণনীয় দুর্দশার শিকার। এএফপি। বুধবার সুইডিশ মিশন জানায়, সুইডেন ও কুয়েত ‘যত দ্রুত সম্ভব’ এ ভোটাভুটির আবেদন জানিয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বৃহস্পতিবার এ ভোট অনুষ্ঠিত হতে পারে। কুয়েত ও সুইডেন এ খসড়া প্রস্তাবটি উপস্থাপন করেছে। এদিকে, খসড়া এ প্রস্তাব ঠেকাতে রাশিয়া তাদের ভেটো ক্ষমতা প্রয়োগ করবে কিনা সে বিষয়ে কিছু জানা যায়নি। সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চল গাউতায় ‘সহিংসতা বন্ধে’ জাতিসংঘ মহাসচিব অন্তোনিও গুতেরেস আহ্বান জানানোর পর ভোটাভুটির এ আবেদন জানানো হয়। জাতিসংঘ মহাসচিব অন্তোনিও গুতেরেস মঙ্গলবার বলেছেন, সিরিয়ার পূর্ব গৌতায় সহিংসতা ছড়িয়ে পড়ায় তিনি গভীরভাবে শঙ্কিত। সেখানে টানা দ্বিতীয় দিনের মতো সরকারী বাহিনীর বিমান হামলায় শতাধিক লোক নিহত হওয়ার পর তিনি এ শঙ্কা প্রকাশ করলেন।
×