ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

প্রকাশিত: ০৫:৩৪, ২২ ফেব্রুয়ারি ২০১৮

ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

স্পোর্টস রিপোর্টার ॥ অকল্যান্ডে লীগ পর্বে দু’দলের শেষ দেখায় নিউজিল্যান্ডের ২৪৩ রান টপকে টি২০তে নতুন ইতিহাস গড়ে জিতেছিল অস্ট্রেলিয়া। প্রায় দুই শ’ দেখা আগের ম্যাচটাও ছিল হাইস্কোরিং। ছোট আকৃতির ইডেন পার্কের ফাইনাল ঘিরে তাই আগ্রহ ছিল তুঙ্গে। চার ছক্কার-ফুলঝুরি দেখতে পুরো স্টেডিয়াম ছিল কানায় কানায় পরিপূর্ণ। কিন্তু প্রতিবেশী দুই পরাশক্তির চূড়ান্ত লড়াইটা হলো একপেশে। অসিদের আটো-সাঁটো বোলিংয়ের মুখে ৯ উইকেটে ১৫০ রানে থামে স্বাগতিক কিউইদের সংগ্রহ। জবাবে ডি অর্চি শর্ট (৩০ বলে ৫০) ও গ্লেন ম্যাক্সওয়েলের (২০*) ঝড়ো ব্যাটিংয়ে ১৪.৪ ওভারেই ৩ উইকেটে ১২১ রান তুলে নেয় অসিরা। বৃষ্টি না এলেও যা হতো, শেষ পর্যন্ত তা-ই হয়েছে। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ১৯ রানের জয় পেয়েছে ডেভিড ওয়ার্নারের দল। মাত্র ২৭ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা স্পিনার এ্যাস্টন এ্যাগার, আর ধারাবাহিক পারফর্মেন্সের জন্য সিরিজসেরা হয়েছেন হার্ডহিটার উইলোবাজ গ্লেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়া ইনিংসে ৬ ওভার শেষে বৃষ্টি নামলে কিছুক্ষণের জন্য খেলা বন্ধ থাকে। পরে ১৪.৪ ওভারে আবার বৃষ্টি এলে আর খেলা সম্ভব হয়নি। সে সময়ে অতিথিদের স্কোর ছিল ১২১/৩। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে তখন প্রয়োজন হতো ১০৩ রান। স্বাভাবিকভাবেই জয়টাও এসেছে অনায়াশে। রান তাড়ার আগেই অবশ্য বড় একটা ধাক্কা খায় অস্ট্রেলিয়া। ফিল্ডিং করার সময় কাঁধে চোট পেয়ে মাঠের বাইরে চলে যান টপঅর্ডার ব্যাটসম্যান ক্রিস লিন। ওয়ার্নারের সঙ্গে ৭২ রানের জুটিতে দলকে দারুণ সূচনা এনে দেন শর্ট। ৩০ বলে তিনটি ছক্কা ও ছয়টি চারে ৫০ রান করে তার বিদায়ে ভাঙ্গে উদ্বোধনী জুটি। এরপর ওয়ার্নার, এ্যাগারের দ্রুত বিদায়ে খানিকটা চাপে পড়ে অস্ট্রেলিয়া। তবে ছন্দে থাকা দুই ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল ও এ্যারন ফিঞ্চের দায়িত্বশীল ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় অতিথিরা। সিরিজসেরা ম্যাক্সওয়েল অপরাজিত থাকেন ২০ রানে। ফিঞ্চ ১৮ রান। ইডেন পার্কে এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৫০ রানের সাদামাটা স্কোর গড়ে নিউজিল্যান্ড। দুই ওপেনার মার্টিন গাপটিল (১৫ বলে ২১) ও কলিন মুনরোর (১৪ বলে ২৯) বিস্ফোরক ব্যাটিংয়ে উড়ন্ত সূচনা পেয়েছিল স্বাগতিকরা। তবে পরের ব্যাটসম্যানদের ব্যর্থতায় ভাল শুরুর সুবিধা কাজে লাগাতে পারেনি কিউইরা। ১ উইকেটে ৫৯ রানের দৃঢ় ভিতের ওপর দাঁড়ানো নিউজিল্যান্ডকে চাপে ফেলেন এ্যাগার। এই স্পিনার দ্রুত ফিরিয়ে দেন অধিনায়ক কেন উইলিয়ামসন, মার্ক চ্যাপম্যান ও কলিন ডি গ্র্যান্ডহোমকে। নিয়মিত উইকেট পতনের মধ্যে প্রতিরোধ গড়েন রস টেইলর। অভিজ্ঞ এই ব্যাটসম্যানের ৩৮ বলে ৪৩ রানের ইনিংসে সম্মানজনক সংগ্রহ পায় নিউজিল্যান্ড। এ্যাগর ৩ ও দুটি করে উইকেট নেন কেন রিচার্ডসন ও এ্যান্ড্রু টাই। স্কোর ॥ নিউজিল্যান্ড ॥ ১৫০/৯ (২০ ওভার; গাপটিল ২১, মুনরো ২৯, উইলিয়ামসন ৯, চ্যাপম্যান ৮, টেইলর ৪৩, ডি গ্র্যান্ডহোম ১০, সাইফার্ট ৩, সাউদি ৫, সোধি ১৩, বোল্ট ১*; স্ট্যানলেক ১/৩৭, রিচার্ডসন ২/৩০, টাই ২/৩০, এ্যাগার ৩/২৭, স্টয়নিস ১/২৩)। অস্ট্রেলিয়া ॥ ১২১/৩ (১৪.৪ ওভার; ওয়ার্নার ২৫, শর্ট ৫০, এ্যাগার ২, ম্যাক্সওয়েল ২০*, ফিঞ্চ ১৮*; বোল্ট ০/২৭, সোধি ১/২১, সাউদি ০/২১, স্যান্টনার ১/২৯, মুনরো ১/১৮)। ফল ॥ ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে অস্ট্রেলিয়া ১৯ রানে জয়ী। সিরিজ ॥ অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন। ম্যাচসেরা ॥ এ্যাগার (অস্ট্রেলিয়া)। সিরিজসেরা ॥ ম্যক্সওয়েল (অস্ট্রেলিয়া)।
×