ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এফএ কাপের কোয়ার্টার ফাইনালে চেলসি

প্রকাশিত: ০৭:০১, ১৮ ফেব্রুয়ারি ২০১৮

এফএ কাপের কোয়ার্টার ফাইনালে চেলসি

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী মঙ্গলবার উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলোর প্রথম লেগে বার্সিলোনার মুখোমুখি হবে চেলসি। গুরুত্বপূর্ণ সেই ম্যাচের আগে নিজেদের বেশ ভাল করেই ঝালিয়ে নিল ব্লুজরা। শুক্রবার লীগ কাপের ৫ম রাউন্ডের ম্যাচে এ্যান্টনিও কন্টের দল ৪-০ গোলে হারিয়েছে হাল সিটিকে। সেই সঙ্গে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালও নিশ্চিত করেছে ইংলিশ প্রিমিয়ার লীগের বর্তমান চ্যাম্পিয়নরা। চেলসি ছাড়াও এদিন জয়ের স্বাদ পেয়েছে লিচেস্টার সিটি। নিজেদের মাঠে এদিন তারা ১-০ গোলে পরাজিত করেছে শেফিল্ড ইউনাইটেডকে। হাল সিটির বিপক্ষে অসাধারণ পারফর্মেন্স উপহার দেন উইলিয়ান। তার জোড়া গোলের সুবাদে বড় ব্যবধানের জয় নিশ্চিত হয় ব্লুজদের। দলের হয়ে বাকি গোল দু’টি করেছেন পেড্রো রড্রিগুয়েজ ও অলিভার জিরুড। ম্যাচের প্রথমার্ধেই চার গোল করে বসে চেলসি। ম্যাচ শুরুর ২ মিনিটেই গোল করে চেলসিকে লিড এনে দেন উইলিয়ান। ২৭ মিনিটে পেড্রো গোল করে দ্বিগুণ করেন ব্যবধান। তার চার মিনিট পর নিজের দ্বিতীয় আর দলের তৃতীয় গোলটি করেন ব্রাজিলিয়ান উইঙ্গার। বিরতিতে যাওয়ার ৩ মিনিট আগে ক্লাবের হয়ে প্রথম গোলের দেখা পান জিরুড। আর তাতেই ৪-০ গোলের বড় জয় নিশ্চিত হয় ইংলিশ প্রিমিয়ার লীগের বর্তমান চ্যাম্পিয়নদের। স্প্যানিশ জায়ান্ট বার্সিলোনার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলোর প্রথম লেগের গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে বেশ কিছু পরিবর্তন করেই স্কোয়াড সাজিয়েছিলেন কন্টে। একাদশের বাইরে রাখেন থিবাউট কোর্টুইজ, চেজার আজপিলিকুয়েটা, এনগোলে কান্টে ও এডেন হ্যাজার্ডকে। তবে এই জয়ই সঠিক পথ দেখিয়েছে বলে মনে করেন চেলসির কোচ। এ প্রসঙ্গে কন্টে বলেন, ‘বার্সিলোনার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে আমি নানা রকম সন্দেহ মনের মধ্যে পুষে রেখে ঘরে ফিরছিলাম। সেরা একাদশ নিয়ে খুব চিন্তার মধ্যে ছিলাম। তবে এখন আমি সঠিক পথটি পেয়ে গেছি। সময়মতোই আমরা সঠিক দলটি পেয়ে গেছি। সেই ম্যাচের জন্য এখন অবশ্যই সেরা সিদ্ধান্ত নিতে পারব।’ চ্যাম্পিয়ন্স লীগের পর ইংলিশ প্রিমিয়ার লীগেও গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে চেলসির। লড়তে হবে পয়েন্ট টেবিলের দুই শীর্ষ পয়েন্টধারী ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটির সঙ্গে। যদিও শিরোপার স্বপ্ন ইতোমধ্যেই ফিকে হয়ে গেছে ব্লুজদের। এখন দলটি লড়ছে পয়েন্ট টেবিলের শীর্ষ চারে জায়গা করে নেয়ার জন্য। কন্টে মনে করেন গত সপ্তাহে ওয়েস্ট ব্রমের বিপক্ষে ৩-০ গোলের জয়টিই তাদের আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছে। আর হাল সিটির বিপক্ষে জয়ে বার্সাকেও হারানোর মতো মনোবল পেয়ে গেছে বলে মনে করেন কন্টে। এ বিষয়ে চেলসির ইতালিয়ান কোচ বলেন, ‘এখন আমরা অসাধারণ একটি ম্যাচের কথা বলতে পারি। কারণ আমরা বেশ আত্মবিশ্বাসী। বার্সিলোনা যে বিশ্বের শ্রেষ্ঠ দলগুলোর একটি সে বিষয়ে কোন সন্দেহ নেই। একদিকে যেমন দলটির মোকাবেলার জন্য আপনার প্রস্তুতি নিতে হবে, অন্যদিকে ম্যাচটিকে ঘিরে আপনার মধ্যে তীব্র উত্তেজনাও কাজ করবে। আপনাকে অবশ্যই তাদের পর্যায়ের মান বজায় রেখে লড়ার চেষ্টা করতে হবে। বিষয়টি মোটেও সহজ নয়, তবে আমরা সঠিক সময়েই আত্মবিশ্বাস ফিরে পেয়েছি। এখন দেখা যাক কি হয়।’ এই জয়ের পর জোড়া গোলের নায়ক উইলিয়ান বলেন, ‘ম্যাচে হ্যাটট্রিকের ভালই সুযোগ ছিল। আমি চেষ্টাও করেছি। তবে জয় পাওয়াটাই হচ্ছে আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। বাজে একটি সময় কাটানোর পর আমরা আবার জয়ের ধারায় ফিরতে পেরেছি। আপনি যখন জয় পেতে শুরু করবেন তখন আত্মবিশ্বাস হয়ে যাবে আকাশচুম্বী। এখন আমাদের সেটি ধরে রাখতে হবে।’ এদিকে গত মাসে আর্সেনাল থেকে চেলসিতে যোগ দেয়ার পরই দুর্দান্ত শুরু করেছেন জিরুড। চেলসির হয়ে এটাই তার প্রথম গোল। এই গোলের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘আমি এটির জন্য অপেক্ষা করছিলাম। আগের ম্যাচেও কয়েকটি সুযোগ পেয়েছিলাম। প্রথম গোলটি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। এটি আমাকে কিছুটা হলেও ভারমুক্ত করেছে।’
×