ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

কিশোরগঞ্জে তিন দিনব্যাপী জলছবি সাংস্কৃতিক উৎসব

প্রকাশিত: ০৩:৩৪, ১৮ ফেব্রুয়ারি ২০১৮

কিশোরগঞ্জে তিন দিনব্যাপী জলছবি সাংস্কৃতিক উৎসব

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ ॥ ‘সুন্দরের পথে অবিরাম চলা’ স্লোগানে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে জলছবি সাংস্কৃতিক সংঘের ৫ম বর্ষপূর্তিতে তিন দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় উৎসবের সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য দিলারা বেগম আসমা। এর আগে ১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার বর্ণাঢ্য উৎসবের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এম এ আফজল। সংগঠনের সভাপতি বিপুল মেহেদীর সভাপতিত্বে তিন দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শিবির বিচিত্র বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন এডিসি (সার্বিক) উপ-সচিব তরফদার মোঃ আক্তার জামীল, এডিসি (শিক্ষা ও আইসিটি) গোলাম মোহাম্মদ ভূঞা ও সদরের ইউএনও আব্দুল্লাহ আল মাসউদ। বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক ও লেখক মু আ লতিফ, সংগঠনের উপদেষ্টা সমাজসেবক রফিকুল ইসলাম প্রমুখ। প্রতিদিন সন্ধ্যায় আলোচনা সভার মাধ্যমে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত চলে সাংস্কৃতিক পরিবেশনা। বিভিন্ন পর্বের অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মশিউর রহমান কায়েস, জাকিয়া তাসকিরাতুল, রিফাত ইসলাম, কবি আহমেদ তানভীর, সোলাইমান ও ফাহমিদা ইসলাম ইশা। উৎসবের প্রথমদিন ‘জলানন্দ’ ম্যাগাজিন অনুষ্ঠান পরিবেশিত হয়। দ্বিতীয় দিন সমবেত মডার্ন ক্লাসিক নৃত্যানুষ্ঠান পরিবেশনায় ছিলেন রিফাত ইসলাম, আবুল হায়দার কাঞ্চন, রনি, লাকি, সবিতা, প্রভা, রুবেল আহমেদ হৃদয়, আদিত্য রাহুল, সেতারা বেগম সেতু, মিলন মীর্জা, রাফি, শিমুল আশিষ কুমার রানাসহ অন্যরা। তৃতীয় দিন সঙ্গীতানুষ্ঠানে গান পরিবেশন করেন শিল্পী রুবেল আহমেদ হৃদয়, জোবায়ের আহমেদ জয়, তানিয়া, রূপা, সেতারা বেগম সেতু, সাইদুর রহমানসহ অন্য স্থানীয়রা। একুশের মাসে বসন্তের ফাল্গুনী আমেজে ও ভালবাসা দিবসের রঙিন উচ্ছ্বাসে এ উৎসবে বিপুলসংখ্যক তরুণ-তরুণীর উপস্থিতিতে সাংস্কৃতিক পরিবেশনা যেন প্রাণে পরস্পরের আনন্দ ছড়িয়ে দিয়েছে।
×