ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

পাঠক আমার নমস্ব ॥ সেলিনা হোসেন

‘আমার জীবন আমার রচনা’ শীর্ষক অনুষ্ঠান

প্রকাশিত: ০৪:০০, ১৭ ফেব্রুয়ারি ২০১৮

‘আমার জীবন আমার রচনা’ শীর্ষক অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার ॥ ‘পাঠক আমার নমস্ব। পাঠক ছাড়া একজন লেখকের কখনও সাফল্য আসে না। পাঠকের উপদেশ অনেক সময় আমার লেখার পরিমার্জনার বিষয় হয়। আবার কখনও যদি আমার মনে হয়, পাঠকের সে উপদেশ আমার লেখার বিষয়বস্তুকে তেমন স্পর্শ করছে না, তখন আমি সেটা গ্রহণ করি না। কোন লেখকের শিল্পসম্মত ব্যাখ্যা যদি গ্রহণযোগ্য না হয়, পাঠক তা গ্রহণ করবে না। যখন পাঠক মনে করে যে তারই কথা বইয়ে স্থান পেয়েছে, তখন সাহিত্য গ্রহণযোগ্যতা পায়। পাঠকের কাছ থেকে অনেক কিছু জানার বা বোঝার আছে এটা আমি সব সময় মনে করি’-বিশ্বসাহিত্য কেন্দ্র্রে শুক্রবার দুপুরে বাতিঘর আয়োজিত ‘আমার জীবন আমার রচনা’ শীর্ষক অনুষ্ঠানে একথা বলেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কবি মারুফুল ইসলাম। তিনি বলেন, সেলিনা আপার লেখার কাব্যময়তা খুবই সুন্দর। ওনার লেখার চরিত্র বিচিত্র ও ব্যাপ্তি বেশি। গভীর নিষ্ঠা ও গবেষণা নিয়ে তার লেখা আমাদের কাছে, সবসময় অবাক করার বিষয়। সেলিনা আপা এমন একজন লেখক বা ব্যক্তি যিনি সহজেই মানুষকে আপান করে নেন। পাঠকরা সেলিনা হোসেন কে ভালবাসে, তার লেখাকে তো অবশ্যই। আলোচনা শেষে সেলিনা হোসেন তার লেখা বিষয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সবশেষে বাংলা একাডেমি অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত বাতিঘরের নির্বাচিত বইয়ের সম্ভার নিয়ে একুশে বই উৎসবের উদ্বোধন করেন।
×