ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নির্মিত হলো বিশেষ টিভি ফিকশন ‘স্বপ্নের ফেরিওয়ালা’

প্রকাশিত: ০৪:০০, ১৭ ফেব্রুয়ারি ২০১৮

 নির্মিত হলো বিশেষ টিভি ফিকশন ‘স্বপ্নের ফেরিওয়ালা’

স্টাফ রিপোর্টার ॥ সম্প্রতি নির্মিত হয়েছে মুক্তিযুদ্ধের তৃতীয় প্রজন্মের গল্পের বিশেষ টিভি ফিকশন ‘স্বপ্নের ফেরিওয়ালা’। প্রদীপ দে’র কাহিনী ও পরিচালনায় নির্মিত ‘স্বপ্নের ফেরিওয়ালা’ রূপগঞ্জের গ্রামীণ লোকশনে চিত্রায়িত হয়েছে। এতে অভিনয় করেছেন আ খ ম হাসান, হুমায়রা হিমু, নাদের চৌধুরী, জয় রাজ, তৃপ্তি রানী ম-ল, পূর্ণতা তানহা, এস আই ইমন, আনিকা ইসলাম, আজাদ, হৃদয়, শিশুশিল্পী তাম্মি, এস আই ফারুকসহ আরও অনেকে। প্রিয়দর্শন মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত ‘স্বপ্নের ফেরিওয়ালা’ গল্পের চিত্র গ্রহণ করেছেন সিরাজ খান। চিত্রনাট্য, সংলাপ ও উপদেষ্টা পরিচালক গাজী ফারুক। প্রযোজক সূত্রে জানা গেছে আগামী ২৬ মার্চ টিভি ফিকশনটি প্রচারের সম্ভাবনা রয়েছে। মুক্তিযুদ্ধের তৃতীয় প্রজন্মের গল্প নিয়ে নির্মিত ‘স্বপ্নের ফেরিওয়ালা’ টিভি ফিকশনে দেখা যাবে গ্রামের রাস্তায় রকমারী বেলুন, খেলনা ও সাজ গোজের জিনিস ফেরি করে কোন রকম জীবন চালিয়ে নিচ্ছিল মুক্তিযোদ্ধা সিরাজ কমান্ডারের ছেলে রমিজ উদ্দিন। ২১ ফেব্রুয়ারি, ২৬ মার্চ ও ১৬ ডিসেম্বর এলে সে পতাকাও ফেরি করে বেড়ায়। লাল সবুজ পতাকাটা ছুইলেই তার মনে হয়Ñসে যেন তার বাবা শহীদ মুক্তিযোদ্ধা সিরাজ কমান্ডারের শরীরটা ছুইতে পারছে। একমাত্র কন্যা স্বপ্ন মনে করে যে সে একজন বীর মুক্তিযোদ্ধার নাতনি। তাই তাকে পড়ালেখা করে অনেক বড় হয়ে হয়ে দেশ ও দশের সেবা করতে হবে নয়তো সবাই আঙুল তুলে বলবে একজন মুক্তিযোদ্ধার নাতনি মূর্খ। এতে তার দাদার মান যাবে! বাবার অভাব অনটনেও সে থেমে থাকে না! স্কুলের শিক্ষকদের বদান্যতায় সে এবার পঞ্চম শ্রেণীতে ভর্তি হয়। তার মা যে গনি মহাজনের বাড়িতে রান্না বাড়ার কাজ সে বাড়িতে মহাজনের মেয়ে চুমকির কাছ থেকে টাকা চেয়ে সে বই খাতাসহ নানা শিক্ষা উপকরণ কেনে। স্বপ্নের এ ধরনের শিক্ষার আগ্রহ দেখে এলাকার আরেক ধনার্ঢ্য যুবক সালমান শাহের ফলোয়ার সালমন জান ও তার জন্য অনেক কিছু করে। সে যখন দূরারোগ্য ব্যধিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়, তখন গনি মহাজন, সামসু মাতবর থেকে শুরু করে প্রতিবেশী সালমাসহ সবাই তার জন্য ঝাঁপিয়ে পড়লেও শেষ পর্যন্ত সবাইকে কাঁদিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। সবাইর কানে বাজতে থাকে সমাজের মুক্তির জন্যে স্বপ্নের মূল্যবান সব বাণী যা কিনা সকল মুক্তিযোদ্ধাদের স্বপ্নকে মনে করিয়ে দেয়। এভাবেই একটি করুণ পরিণতির মাধ্যমে ‘স্বপ্নের ফেরিওয়ালা’ টিভি ফিকশনের সমাপ্ত হয়।
×