ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শাহজাহান সোহাগের ‘ভালবাসা অবিরাম’

প্রকাশিত: ০৪:১১, ১৫ ফেব্রুয়ারি ২০১৮

শাহজাহান সোহাগের ‘ভালবাসা অবিরাম’

স্টাফ রিপোর্টার ॥ তরুণ ও সৃজনশীল নাট্য নির্মাতা শাহজাহান সোহাগ ‘ওয়ার্ল্ড ভ্যালেন্টাইন্স ডে’ বা ‘বিশ্ব ভালবাসা দিবস’ উপলক্ষে তৈরি করেছেন বিশেষ নাটক ‘ভালবাসা অবিরাম’। এতে মূল চরিত্রে অভিনয় করেছেন এ প্রজন্মের জনপ্রিয় অভিনয়শিল্পী শ্যামল মাওলা ও তাসনুভা তিশা। মাসুম শাহরিয়ারের লেখা নাটকটি আজ রাত পৌনে নয়টায় গাজী টিভিতে প্রচার হবে। নির্মাতা শাহজাহান সোহাগ বলেন, ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে নাটক তো অনেকই প্রচার হয়। যেখানে মূল বিষয় ভালবাসা, এটাই স্বাভাবিক। ভালবাসা অবিরাম নাটকে দর্শক ভালবাসা দেখতে পাবেন, তবে এর উপস্থাপনার ঢং আলাদা। ভিন্ন আঙ্গিকের নাটকে মাওলা-তিশার অভিনয় সবাইকে মুগ্ধ করবে। আশা করছি দর্শক আনন্দ পাবে। নাটকটি বিরতিহীনভাবে প্রচারিত হবে।’ মাস খানেক আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ও পুরান ঢাকার বিভিন্ন জায়গায় নাটকটির শূটিং করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। আর অভিনেতা শ্যামল মাওলা বলেন, ‘এই নাটকে একটু ভিন্নভাবে ভালবাসার গল্প বলার চেষ্টা করা হয়েছে। আমার অভিজ্ঞতায় বলতে পারি, গতানুগতিকতার বাইরে থেকে ভাবা হয়েছে। পুরো গল্পে অনেক ঘাত-প্রতিঘাত যেমন আছে, তেমনি মজাও আছে। নাটকটিতে কাজ করে আমি তৃপ্ত।’ এর আগে নাট্যকার শাহজাহান সোহাগের ‘মোট্রো লাইফ’, ‘বায়োস্কোপওয়ালা’, ‘কানাবুড়ির ছা’, ‘সোনালী আলোর খোঁজে’ নাটকগুলো দর্শকপ্রিয়তা পায়।
×