ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইতিহাস গড়তে চান নেইমার

প্রকাশিত: ০৬:৩২, ১৪ ফেব্রুয়ারি ২০১৮

ইতিহাস গড়তে চান নেইমার

স্পোর্টস রিপোর্টার ॥ এবার দলবদলে বার্সিলোনা থেকে নেইমারকে দলে ভিড়িয়ে চমক দেখিয়েছে প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। এর ফলও তারা পাচ্ছে। এখন উয়েফা চ্যাম্পিয়ন্স লীগেও সেরা সাফল্যের আশা ফরাসী ক্লাবটির। এ জন্য শেষ ষোলোতেই কঠিন পরীক্ষায় অবতীর্ণ হতে হচ্ছে। কেননা এখানে পিএসজির প্রতিপক্ষ টানা দুইবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। আজ রাতেই প্রথম পরীক্ষা। তবে এসব নিয়ে ভাবছেন না ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তিনি চ্যাম্পিয়ন রিয়ালকে বিদায় করে ইতিহাস গড়ার স্বপ্ন দেখছেন। দৃঢ় কণ্ঠে ব্রাজিলিয়ান সুপারস্টার জানিয়ে দিয়েছেন, রিয়ালকে বিদায় করার কথাই ভাবছেন তারা। এ প্রসঙ্গে নেইমার বলেন, আমরা ইতিহাস গড়তে চাই। তাদের বিদায় করে দিতে আমরা যা কিছু সম্ভব করব। রিয়ালের মতো সংগঠিত একটি দলের বিপক্ষে কাজটা সহজ হবে না সেটা ভাল করেই জানেন নেইমার। তবে তার দলের জেতার সামর্থ্য আছে বলেই বিশ্বাস এই তারকার। সাবেক বার্সা তারকা বলেন, আমরা জানি এটা খুব কঠিন ম্যাচ হবে। রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা অনেক বছর ধরে একসঙ্গে খেলছেন। তারা টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লীগ জেতার দিকে তাকিয়ে। তবে আমি জানি, আমরা তাদের হারাতে পারব। অনেকেই মনে করছেন, পিএসজিকে জেতানো শুধু নয়, ব্যালন ডি’অরের দিকেও চোখ রাখছেন নেইমার। চ্যাম্পিয়ন্স লীগে সাফল্য পেলে সেটা তাকে একধাপ এগিয়ে দেবে বিশ্বসেরা ফুটবলার হওয়ার পথে। নেইমার নিজে অবশ্য মনে করছেন না একক নৈপুণ্যেই ব্যালন ডি’অর জিতে নিতে পারবেন। এ প্রসঙ্গে তিনি বলেন, এটা শুধু আমার ওপর নির্ভর করে না। এটা আমার সতীর্থদের ওপর এবং আমরা এই মৌসুমে দল হিসেবে কি জিতলাম, তার ওপরও নির্ভর করে। অবশ্যই বিশ্বকাপ গুরুত্বপূর্ণ। তবে সবার আগে আমাদের দল হিসেবে ভাল করতে হবে। চ্যাম্পিয়ন্স লীগের গত আসরে শেষ ষোলো থেকে বিদায় নিতে হয়েছিল উনাই এমেরির দলকে। সেবার বার্সিলোনার বিপক্ষে নিজেদের মাঠে ৪-০ গোলে জয়ের পর ফিরতি পর্বে ৬-১ গোলে হেরে বসে পিএসজি। দুই লেগ মিলিয়ে ৬-৫ গোলে বিদায় নিতে হয় লীগ ওয়ানের ক্লাবটিকে। সেবার পিএসজিকে হতাশায় ডুবানোর অন্যতম কারিগর ছিলেন নেইমার, যিনি গত আগস্টে বিশ্বরেকর্ড ট্রান্সফার ফিতে বার্সিলোনা ছেড়ে প্যারিসের ক্লাবটিতে নাম লেখান। ব্রাজিলিয়ান এই তারকাই এবার তার দলকে দারুণ কিছুর আশা দেখাচ্ছেন। চ্যাম্পিয়ন রিয়ালের বিরুদ্ধে মাঠে নামার আগে তাদের সতর্কও করে দিয়েছেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, শরীরে উল্কি এঁকে প্রস্তুতি নিচ্ছেন নেইমার। এল ক্লাসিকোর উত্তেজনাকেও সম্ভবত ছাড়িয়ে যেতে পারে এ ম্যাচ। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সর্বোচ্চ প্রস্তুতিটাই নিয়ে রাখছে উনাই এমেরির দল। প্রস্তুতির ফাঁকেই নিজের জন্য কিছুটা সময় বের করে নিয়েছেন নেইমার। উদ্দেশ্য, কয়েকটি ট্যাটু আঁকা। ২০১৫ সালে সাবেক ক্লাব বার্সিলোনাকে মর্যাদার চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন নেইমার। এবার মর্যাদার সেই টুর্নামেন্টে বর্তমান দল পিএসজির হয়ে খেলছেন নেইমার। পিএসজি সতীর্থদের অনুপ্রাণিত করতে ২০১৫ সালে জেতা চ্যাম্পিয়ন্স ট্রফির ট্যাটু নিয়ে মাঠে নামছেন নেইমার।
×