ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আজই ফয়সালা চান কোহলি

প্রকাশিত: ০৬:৪৩, ১৩ ফেব্রুয়ারি ২০১৮

আজই ফয়সালা চান কোহলি

স্পোর্টস রিপোর্টার ॥ দাপটের সঙ্গে টানা তিন জয়ের পর জোহানেসবার্গে সিরিজ নিশ্চিত করতে চেয়েছিলেন বিরাট কোহলি। কিন্তু চতুর্থ ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার গোলাপী দিনে সেটি হতে দেয়নি বৈরী আবহাওয়া ও নবাগত হেনরিক ক্লাসেনের ব্যাট। কয়েক দফা বৃষ্টি বাগড়া বাঁধানো ম্যাচে ৫ উইকেটের জয়ে ব্যবধান কমিয়ে ৩-১ করে স্বাগতিক প্রোটিয়ারা। শেষ ম্যাচের চাপে না গিয়ে পোর্ট এলিজাবেথে পঞ্চম ওয়ানডেতেই আজ সিরিজ নিশ্চিত করতে চান কোহলি। ভারত অধিনাযক বলেন, ‘আমি সব সময়ই বলে এসেছি দক্ষিণ আফ্রিকা ভয়ঙ্কর দল। এতটুকু সুযোগ পেলে ওরা ঠিকই ঘুরে দাঁড়াবে। আগের ম্যাচে সেটিই হয়েছে। যদিও বৃষ্টি আমাদের ছন্দ নষ্ট করেছে। শেষ ম্যাচের জন্য চাপ তৈরি না করে পোর্ট এলিজাবেথেই সিরিজ নিশ্চিত করতে চাই। এজন্য আমাদের সামর্থ্যরে সর্বোচ্চটা দিতে হবে।’ দক্ষিণ আফ্রিকায় মেয়েদের ব্রেস্ট ক্যান্সারের বিরুদ্ধে সচেতনতা তৈরির জন্য গোলাপী ড্রেস পরে মাঠে নামে প্রোটিয়ারা। মজার বিষয়, এ পর্যন্ত কখনোই গোলাপী ড্রেস পরে হারেনি স্বাগতিকরা। এদিনও সেটিই হয়েছে। টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৮৯ রান করেছিল ভারত। দলটির ইনিংসের ৩৫তম ওভারে বৃষ্টির জন্য বেশ কিছুক্ষণ খেলা বন্ধ থাকলেও সে সময়ে ম্যাচের দৈর্ঘ্য কমেনি। দক্ষিণ আফ্রিকার ইনিংসের ৭.২ ওভারে বৃষ্টি নামলে আবার খেলা বন্ধ হয়ে যায়। সে সময়ে স্বাগতিকদের স্কোর ছিল ১ উইকেটে ৪৩ রান। আবার খেলা শুরু হলে জয়ের জন্য ২৮ ওভারে প্রোটিয়াদের লক্ষ্য দাঁড়ায় ২০২। ‘আমার মনে হয়, ওভার কমে যাওয়ায় দক্ষিণ আফ্রিকার সুবিধেই হয়ে যায়। পরিস্থিতি যে রকমই থাকুক না কেন, ওদের সামনে মারা ছড়া কোনও রাস্তা ছিল না। ম্যাচটা পুরো টি-২০র মতো হয়ে গিয়েছিল। পুরো ৫০ ওভারের খেলা হলে ব্যাপারটা অন্য রকমও হতে পারত।’ আরও যোগ করেন কোহলি। তবে ভারতীয় বোলাররা একটা সময় দক্ষিণ আফ্রিকার চার উইকেট ফেলে দেয় ১০২ রানে। কিন্তু ওই সময় যুজবেন্দ্র চহালের একই ওভারে দু-বার জীবন পান মিলার। প্রথমে মিলারের ক্যাচ ডিপ স্কোয়ার লেগে ফেলে দেন শ্রেয়াস ইয়ার। দুই বল পরে চাহালের ফ্লাইট বুঝতে না পেরে বোল্ড হয়ে যান মিলার (তখন ৭ রানে)। কিন্তু দেখা যায়, চহাল নো বল করেছেন। ওর পরে মিলার (২৮ বলে ৩৯) এবং ক্লাসেন (২৭ বলে ৪৩*) মিলে ম্যাচ বার করে নেন। শেষ দিকে এসে ফেলুকওয়ে (৫ বলে ২৩*) পিটিয়ে দেন ভারতীয় রিস্টস্পিনারদের। যা নিয়ে কোহালি বলেন, ‘আমরা সুযোগগুলো কাজে লাগাতে পারিনি। এই ধরনের ম্যাচে সুযোগ কাজে লাগাতেই হয়। কিন্তু আমরা পারিনি।’ চাহালের নো বল নিয়ে কোহালির বক্তব্য, ‘নো বল একটা দলের পক্ষে খারাপ হয়ে দাঁড়ায়। কিন্তু এর জন্য ক্রিকেটারদের সব সময় কাঠগড়ায় দাঁড় করানো যায় না। ওরাও মাঠে নেমে নিজেদের সেরাটা দেয়ার চেষ্টা করে। কিন্তু মাঝে মাঝে সবারই ভুল হয়ে যায়।’ গত ২৫ বছরে দক্ষিণ আফ্রিকার মাটিতে ভারত কখনোই টেস্ট কিংবা ওয়ানডে কোন সিরিজ জিততে পারেনি। এবার টেস্ট সিরিজ হেরেছে ২-১ ব্যবধানে। তবে ছয় ওয়ানডের সিরিজে ৩-১ এগিয়ে থাকায় রঙিন পোশাকে ভাল সুযোগ তৈরি করেছে কোহলি-বাহিনী। শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষায় না থেকে আজই ইতিহাস গড়তে চায় ভারত।
×