ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

১৩ শিল্প প্রতিষ্ঠান পাচ্ছে রাষ্ট্রপতির শিল্পোন্নয়ন পুরস্কার

প্রকাশিত: ০৬:২৭, ১৩ ফেব্রুয়ারি ২০১৮

১৩ শিল্প প্রতিষ্ঠান পাচ্ছে রাষ্ট্রপতির শিল্পোন্নয়ন পুরস্কার

অর্থনৈতিক রিপোর্টার ॥ জাতীয় অর্থনীতিতে শিল্পখাতের অবদানের স্বীকৃতি, প্রণোদনা সৃষ্টি এবং সৃজনশীলতাকে উৎসাহিত করতে সরকার এবার ৬টি ক্যাটাগরিতে ১৩টি শিল্প প্রতিষ্ঠানকে রাষ্ট্রপতির শিল্পোন্নয়ন পুরস্কারের জন্য মনোনীত করেছে। গত ৮ ফেব্রুয়ারি ‘রাষ্ট্রপতির শিল্পোন্নয়ন পুরস্কার-২০১৬’ এর জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করেছে শিল্প মন্ত্রণালয়। ‘রাষ্ট্রপতির শিল্পোন্নয়ন পুরস্কার সংক্রান্ত নির্দেশনাবলী ২০১৩’ অনুযায়ী প্রতি বছর এই পুরস্কার দেয়া হয়। পুরস্কার হিসেবে ট্রফি বা ক্রেস্ট ও সম্মাননাপত্র দেয়া হয়। পুরস্কারের জন্য মনোনীত প্রতিষ্ঠানগুলো হলো- বৃহৎ শিল্প : বৃহৎ শিল্প ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পাচ্ছে নারায়ণগঞ্জের ফারিহা স্পিনিং মিলস লিমিটেড। দ্বিতীয় পুরস্কার পাচ্ছে কেরানীগঞ্জের স্পেক্ট্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেড ও তৃতীয় পুরস্কার পাচ্ছে ময়মনসিংহের এনভয় টেক্সটাইলস লিমিটেড। ১১১ বিলিয়ন ডলারের সফটওয়্যার রফতানি ভারতের অর্থনৈতিক রিপোর্টার ॥ বিশ্ববাজারে নিজেদের অবস্থান ক্রমেই শক্তিশালী করছে ভারতের কম্পিউটার সফটওয়্যার ও সেবা খাত। বিগত অর্থবছরে (২০১৬-১৭) দেশটির সফটওয়্যার, সেবা এবং আইটিইএস খাতে প্রবৃদ্ধি ৩.৮৩ শতাংশ বেড়ে ১১১ বিলিয়ন ডলারে পৌঁছেছে। যা তার আগের অর্থবছরে (২০১৫-১৬) ছিল ১০৭ বিলিয়ন ডলার।
×