ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জাতীয় পুরুষ ও মহিলা কুস্তি

প্রকাশিত: ০৬:৩৩, ১২ ফেব্রুয়ারি ২০১৮

জাতীয় পুরুষ ও মহিলা কুস্তি

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের ব্যবস্থাপনায় গতকাল রবিবার থেকে শুরু হয়েছে দুইদিনব্যাপী জাতীয় সিনিয়র পুরুষ ও জাতীয় সিনিয়র মহিলা কুস্তি। হ্যান্ডবল স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও বাংলাদেশ আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশীদ। এ সময় উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক তাবিউর রহমান পালোয়ান। উদ্বোধনী দিনে পুরুষ ও মহিলা উভয় বিভাগে মোট ১৬টি ওজন শ্রেণীর প্রথম ও দ্বিতীয় রাউন্ডের খেলা শেষ হয়েছে। পুরুষ ৫৭, ৬১, ৬৫, ৭০, ৭৪, ৮৬, ৯৭ ও ১২৫ কেজি এবং মহিলাদের ৪৮, ৫৩, ৫৫, ৫৮, ৬০, ৬৩, ৬৯ ও ৭৫ কেজি ওজন শ্রেণীতে রাজশাহী, কুমিল্লা, নড়াইল, খুলনা, কিশোরগঞ্জ, বিজিবি, সেনাবাহিনী, পুলিশ ও আনসার দল থেকে মোট ২০০ জন কুস্তিগীর অংশগ্রহণ করছে।
×