ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দ্বিতীয় প্রান্তিকে লোকসানে ফ্যামিলি টেক্স

প্রকাশিত: ০৪:৩৯, ১২ ফেব্রুয়ারি ২০১৮

দ্বিতীয় প্রান্তিকে লোকসানে ফ্যামিলি টেক্স

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারে তালিকাভুক্ত ফ্যামিলি টেক্সের শেয়ার প্রতি লোকসান ১০৭ শতাংশ হয়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের ৬ মাসে (জুলাই-ডিসেম্বর ১৭) এই লোকসান হয়েছে। চলতি অর্থবছরের ৬ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ০.০০১ টাকা। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছিল ০.০১৪ টাকা। এ হিসাবে লোকসান হয়েছে ০.০১৫ টাকা বা ১০৭ শতাংশ। ৩১ ডিসেম্বর ২০১৭ পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২.৩৭ টাকা। এদিকে শেষ তিন মাসে (অক্টোবর-ডিসেম্বর’১৭) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ০.০০৩ টাকা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছিল ০.১৩৪ টাকা। অর্থাৎ বছরের ব্যবধানে কোম্পানিটির লোকসান হয়েছে ০.১৩৭ টাকা বা ১০২ শতাংশ।
×