ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এ্যাপল নিয়ে এলো স্মার্ট স্পীকার ‘হোমপড’

প্রকাশিত: ০৪:১৯, ১১ ফেব্রুয়ারি ২০১৮

এ্যাপল নিয়ে এলো স্মার্ট স্পীকার ‘হোমপড’

অর্থনৈতিক রিপোর্টার ॥ মার্কিন প্রযুক্তি জায়ান্ট এ্যাপল নিয়ে এলো স্মার্ট হোম ডিভাইস স্পীকার ‘হোমপড’। শুক্রবার থেকে হোমপডের বিক্রি শুরু হয়েছে। আধুনিক এই ডিভাইসটি কিনতে সারাবিশ্বের এ্যাপল স্টোরগুলোতে ছিল উপচে পড়া ভিড়। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, ৩৪৯ ডলার মূল্যের স্পীকারটি যাতে এ্যামাজন ইকো এবং গুগল হোম ডিভাইসের সঙ্গে প্রতিযোগিতায় টেক্কা দিতে পারে ঠিক সেভাবেই তৈরি করা হয়েছে। এটি তৈরির সময় এর অডিও মানের দিকে সব থেকে বেশি জোর দিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান। স্মার্ট স্পীকার এ্যাপল হোমপড এ্যাপল মিউজিকের সঙ্গে সংযুক্ত থাকবে। যাতে করে ব্যবহারকারী চাইলেই এ্যাপল মিউজিক থেকে পছন্দের গান শুনতে পারেন। এছাড়া কর্তৃপক্ষ বলছে, কোন ঝক্কি ছাড়া সহজেই এ্যাপল হোমপড সেটআপ করতে পারবেন ব্যবহারকারীরা।
×