ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কমলিকা চক্রবর্তীর ‘পথ চাওয়াতেই আনন্দ’ এ্যালবামের প্রকাশনা

প্রকাশিত: ০৬:৫৪, ১০ ফেব্রুয়ারি ২০১৮

কমলিকা চক্রবর্তীর ‘পথ চাওয়াতেই আনন্দ’ এ্যালবামের প্রকাশনা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর এক অভিজাত হোটেলে বৃহস্পতিবার বিকেলে শিল্পী কমলিকা চক্রবর্তীর ‘পথ চাওয়াতেই আনন্দ’ শিরোনামের এ্যালবামের মোড়ক উন্মোচন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঙ্গীতশিল্পী মোঃ সেলিম চৌধুরী। এ্যালবামের মোড়ক উন্মোচনের সময় সংস্কৃতিমন্ত্রী বলেন, গান শোনা সহজ, গানের সম্পর্কে বলা কঠিন। আমি গান শুনতে পছন্দ করি। এর আগে কমলিকার গান শুনিনি। প্রথম সাক্ষাতে আমার হাতে তার দুটো সিডি আসে। আমি কথন এর গানগুলো শুনেছি। আমার ভাল লেগেছে। আগামীতে শিল্পী আমাদের দেশে তার গান সঙ্গীতাঙ্গনকে আরও সমৃদ্ধ করবে বলে আমার বিশ্বাস। ‘পথ চাওয়াতেই আনন্দ’ এ্যালবামটি প্রকাশ করেছে গানের ডালি। শিল্পী কমলিকা চক্রবর্তী বলেন প্রথম দিকে রবীন্দ্রসঙ্গীতের উপর আমার তেমন ঝোঁক ছিল না। এখন অন্যান্য গানের সঙ্গে রবীন্দ্রনাথের গানও করছি। ‘পথ চাওয়াতেই আনন্দ’ আমার দ্বিতীয় এ্যালবাম। এর আগে কলকাতার রাগা প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ‘রবি কথা’ নামে আমার প্রথম এ্যালবাম প্রকাশ হয়। এটি ছিল আধুনিকসহ বিভিন্ন গান নিয়ে। আমার দ্বিতীয় এ্যালবাম শুধুমাত্র রবীন্দ্রনাথের গান নিয়েই সাজানো হয়েছে। আমি বৈবাহিকসূত্রে এখন বাংলাদেশের মানুষ। এখানে এটিই আমার প্রথম এ্যালবাম। আমার ইচ্ছা এ এ্যালবামের গান সব শ্রোতার কাছে গ্রহণযোগ্য হোক।
×