ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর সমাধিতে প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন

প্রকাশিত: ০৬:২২, ১০ ফেব্রুয়ারি ২০১৮

বঙ্গবন্ধুর সমাধিতে প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ৯ ফেব্রুয়ারি ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। শুক্রবার দুপুরে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু মাজারে পৌঁছেন এবং তাঁর সমাধি বেদিতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তিনি সেখানে বঙ্গবন্ধুসহ ১৫-আগস্টে নিহত সকল শহীদের আত্মার শান্তি কামনায় ফাতেহা পাঠ ও মোনাজাত করেন। এ সময় প্রধান বিচারপতির স্ত্রী, সুপ্রীম কোর্টের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোঃ জাকির হোসেন, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মোঃ গোলাম রব্বানী, আপীল বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার শেখ নাজমুল আলম, গোপালগঞ্জ জেলা প্রশাসক মোহম্মদ মোখলেসুর রহমান সরকার, জেলা ও দায়রা জজ দলিল উদ্দিন, পুলিশ সুপার মুহাম্মদ সাঈদুর রহমান খান, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি চৌধুরী এমদাদুল হক, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম নীলুফার শিরীণ, প্রধানমন্ত্রীর চাচাতো ভাই শেখ সালাউদ্দিন জুয়েল, সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ ইলিয়াস হোসেন ও সোলায়মান বিশ্বাস ও উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফাসহ বিচার বিভাগ, পুলিশ ও প্রশাসনের পদস্থ কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিনে। শ্রদ্ধা নিবেদন শেষে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। এছাড়া এদিন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব আব্দুল মালেক, খাদ্য মন্ত্রণালয়ের সচিব শাহাবুদ্দিন আহমদ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী মোঃ আবুল কালাম আজাদ এবং কৃষি-সম্প্রসারণ অধিদফতরের মহা-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ মোহসীন টুঙ্গিপাড়ায় যান এবং পুষ্পার্ঘ্য অর্পণ করে জাতির পিতাকে শ্রদ্ধা নিবেদন করেন।
×