ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নতুন গবেষণা ॥ ছবির গল্প

প্রকাশিত: ০৯:০২, ৯ ফেব্রুয়ারি ২০১৮

নতুন গবেষণা ॥ ছবির গল্প

হেক্সহগ! সমতল জায়গায় চলার পাশাপাশি উঁচু-নিচু পথও পারি দিতে পারে ‘হেক্সহগ’। শক্তিশালী ব্যাটারিতে চলা হুইলচেয়ারটি কাজে লাগিয়ে কাদা, বালু, বরফ এমনকি পানির ওপর দিয়েও পথ পাড়ি দেয়া যাবে। নতুন এই হুইল চেয়ারটি এ বছর থেকেই কিনতে পাওয়া যাবে। সূত্র : ডেইলি মেইল শরীরের তাপে ব্যাটারি চার্জ স্মার্ট ঘড়িতে নানা সুবিধা মিললেও নির্দিষ্ট সময় পর পর ব্যাটারি চার্জ দিতে হয়। সমস্যার সমাধান দেবে ‘পাওয়ার ওয়াচ’। থার্মোইলেক্ট্রিক প্রযুক্তির সাহায্যে ব্যবহারকারীর শরীরের তাপ কাজে লাগিয়ে ব্যাটারি চার্জ করতে পারে স্মার্ট ঘড়িটি। ম্যাট্রিক্সের তৈরি স্মার্ট ঘড়িটির দাম পড়বে ২৭৯ ডলার। সোলার রুফ টাইলস দেখতে সাধারণ টালির মতো হলেও এগুলো আসলে ‘সোলার রুফ টাইলস’। সরাসরি ছাদ হিসেবে ব্যবহার উপযোগী টাইলসগুলো সূর্যের আলো থেকে বিদ্যুতশক্তি সংগ্রহ করে ব্যাটারিতে জমা রাখে। টেসলার তৈরি সোলার সিস্টেমটি এ বছরই বাণিজ্যিকভাবে বাজারে আসবে। টাইলসের সংখ্যার বিচারে খরচ হবে ১০ থেকে ২৫ হাজার ডলার।
×