ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তবু ঘুরে দাঁড়ানোর প্রত্যয় বাংলাদেশের

প্রকাশিত: ০৭:৩৮, ৯ ফেব্রুয়ারি ২০১৮

তবু ঘুরে দাঁড়ানোর প্রত্যয় বাংলাদেশের

স্পোর্টস রিপোর্টার ॥ চট্টগ্রামে হওয়া প্রথম টেস্ট ড্র হয়েছে। ব্যাটিং স্বর্গে বোলাররা মাত্র ২৪ উইকেট নিতে পেরেছেন তিন ইনিংসে। কিন্তু মিরপুর টেস্টের প্রথম দিনেই বোলারদের শিকার ১৪ উইকেট। এর কারণ মিরপুরের চিরাচরিত স্পিনবান্ধব উইকেট। কিন্তু ৪ বছর পর দলে ফিরে ৪ উইকেট শিকার করা বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক দাবি করলেন উইকেটটাকে খুব বেশি ‘আনপ্লেয়েবল’ মনে হয়নি। কারণ হিসেবে দিনি ব্যাখ্যা দিয়েছেন এমন টার্ন হতেই পারে যেকোন উইকেটে। প্রথম দিন শেষেই বাংলাদেশের ইনিংসে ৪ উইকেট চলে গেছে। চাপের মুখেই আছে বাংলাদেশ দল ১৬৬ রানে পিছিয়ে থেকে। কিন্তু এখান থেকেই ভালভাবে শেষ করা সম্ভব। আজ দ্বিতীয় দিনে ব্যাট হাতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা জানালেন রাজ্জাক সংবাদ সম্মেলনে। জাতীয় দলের হয়ে খেলে অনেক দিন পর আবার সংবাদ সম্মেলনে আসার সুযোগ পেয়েছেন রাজ্জাক। ৩৫ বছর বয়সে তার প্রত্যাবর্তন হয়েছে টেস্ট ক্রিকেটে। অথচ মনেই হচ্ছিল আর কখনও জাতীয় দলে ফেরা হবে না তার। নিজের অনুভূতি নিয়ে রাজ্জাক বলেন, ‘প্রত্যেকটা খেলোয়াড়ের জন্য জাতীয় দলে আসাটা গুরুত্বপূর্ণ ও বড় ব্যাপার। এর অনুভূতি মুখ দিয়ে বলা যায় না। ভেতরে ভেতরে অনুভব করা যায়। অবশ্যই ভাল। অনেক ইতিবাচক দিক থাকে। এখনকার সময়ে ক্রিকেটের যে অবস্থা, তারপরও আমাকে দলে নেয়া হয়েছে, এর জন্য বোর্ডকে ধন্যবাদ। এটাতেই প্রমাণ হয় কারও সময় শেষ হয়ে যাচ্ছে না কখনও। সুযোগ থাকে আর কি! একটা উত্তেজনা তো সবসময়ই কাজ করে, দল নির্বাচন থেকে শুরু করে (খেলা পর্যন্ত)। এটা আসলে জীবন ও খেলারই অংশ। আপনারা জানেন, আন্তর্জাতিক পর্যায়ের সঙ্গে ঘরোয়ার বড়সড় পার্থক্য থাকে।’ রাজ্জাকের ফেরাটা সুখকর হয়েছে। ৪ উইকেট শিকার করে ক্যারিয়ারসেরা বোলিং নৈপুণ্য দেখিয়েছেন। তবে দলের অবস্থান সুখকর নয়। ৫৬ রান তুলতেই ৪ টপঅর্ডারকে হারাতে হয়েছে। এ বিষয়ে রাজ্জাক বলেন, ‘একটা সেশনে একেক রকমের খেলা হয়। দেখা যায়, একটা সেশনে একটা দল এগিয়ে আছে, পরের সেশনে আবার অন্য দল। তো টেস্টে ক্ষতি পূরণ করে দেয়ার জায়গা থাকে। আমার মনে হয় আমাদের দুইটা উইকেট বেশি পড়ে গেছে। এটা থেকে ফিরে আসা সম্ভব সহজেই।’ টেস্টের প্রথম দিন থেকেই উইকেটে যেমন টার্ন দেখা গেছে, ম্যাচের শেষদিকে স্পিনাররা আরও ভয়াবহ হয়ে উঠবেন সেটা প্রায় নিশ্চিত। নিজের বোলিংয়ে আগে কখনও এতটা টার্ন আদায় করে নিতে পারেননি রাজ্জাক। কিন্তু এদিন ভয়ঙ্কর স্পিন হয়েছে তার বলগুলোতে। এ বিষয়ে রাজ্জাক বলেন, ‘এখানে চারটা ইনিংসই হবে। সেটা না হলে তো আর ফলাফল হবে না! চতুর্থ ইনিংসে ব্যাটিং করা তো কঠিন। এখনকার চেয়ে কঠিন হবে। এ ধরনের উইকেটে এই প্রথম খেললাম। আগে তো নিজেদের শক্তি দেখেশুনে খেলার সুযোগ ছিল না। এখন তো এটা সামনের দিকেই যাবে। সেটারই ফল এটা।’ শুরুর দিকে লঙ্কানরা ব্যাট করতে নেমে যথেষ্ট ধকল পোহালেও শেষদিকে ব্যাটসম্যানরা রান করেছেন। কিন্তু লঙ্কান ইনিংস শেষ হওয়ার পর বাংলাদেশের ব্যাটসম্যানরা উইকেটে স্বস্তিবোধ করেননি। এ বিষয়ে রাজ্জাকের দাবি, ‘আজকে দিনে ওরা যতক্ষণ ব্যাটিং করেছে বা আমরা করেছি, আমার কাছে খুব বেশি আনপ্লেয়েবল উইকেট মনে হয়নি। আমার কাছে উইকেটটাকে স্পোর্টিং মনে হয়েছে। এ ধরনের টার্ন অনেক উইকেটেই করে।’ তবে এই টেস্টে নিশ্চিতভাবেই ফলাফল আসবে তা বুঝতে পারছে সবাই। রাজ্জাকও জানালেন তেমনটাই, ‘চার ইনিংসের একটা শেষ হয়েছে। আরও একটা ইনিংসের বেশ কয়েকটা উইকেট পড়েছে। এখন যা পরিস্থিতি, ততে আমার মনে হয়, পাঁচদিনের আগেই টেস্ট শেষ হতে পারে। এই টেস্টে অবশ্যই ফলাফল হবে।’
×