ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

তিন মাসে মেঘনা কনডেন্সড মিল্কের দর বেড়েছে ১৬০ শতাংশ

প্রকাশিত: ০৪:১১, ৯ ফেব্রুয়ারি ২০১৮

তিন মাসে মেঘনা কনডেন্সড মিল্কের দর বেড়েছে ১৬০ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারে তালিকাভুক্ত লোকসানি কোম্পানি মেঘনা কনডেন্সড মিল্কের শেয়ার দর অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে। গত তিন মাসে কোম্পানির শেয়ার দর বেড়েছে ১৬০ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, সাম্প্রতিক সময়ে এ কোম্পানির শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ার কারণে কোম্পানিটিকে কারণ দর্শানোর নোটিস দেয় ডিএসই। নোটিসের জবাবে গত ৭ ফেব্রুয়ারি কোম্পানিটি ডিএসইকে জানিয়েছে, কোন মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ছে। এর আগেও শেয়ারটির দর বৃদ্ধির ব্যাপারে ২ দফা একই জবাব দিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ। অপরদিকে মেঘনা কনডেন্সড মিল্কের ২০১৭-২০১৮ অর্থবছরে প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর ১৭) শেয়ার প্রতি লোকসান গুণছে ৪.৬২ টাকা। আর দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর ১৭) তিন মাসে শেয়ারপ্রতি লোকসান গুণছে ২.৪৮ টাকা। ওই সময় কোম্পানির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে নেগেটিভ ৪০.৮১ টাকা। কিন্তু বর্তমানে সেই শেয়ার অতি উচ্চ মূল্যে বেচাকেনা হচ্ছে। কেন এত উচ্চমূল্যে লোকসানি মেঘনা কনডেন্স মিল্কের শেয়ার কেনাবেচা হচ্ছে এ বিষয়টি নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে সন্দেহের দানা বেঁধেছে বলে জানান শেয়ারবাজার বিশ্লেষকরা। মেঘনা কনডেন্সড মিল্কের পরিশোধিত মূলধন ১৬ কোটি টাকা। ওই হিসেবে শেয়ার সংখ্যা ১ কোটি ৬০ লাখ। গত তিন মাস আগে মানে গত বছরের ৯ নবেম্বর মেঘনা কনডেন্স মিল্কের প্রতি শেয়ারের দর ছিল প্রায় ১৩.৯০ টাকা। চলতি বছরের ৮ ফেব্রুয়ারিতে শেয়ার দর দাঁড়িয়েছে ৩৬.১০ টাকায়। শেয়ার প্রতি দর বেড়েছে ২২.২০ টাকা বা ১৬০ শতাংশ। এ ধরনের বৃদ্ধি যা বিগত দুই বছরের সর্বোচ্চ দরের রেকর্ডকে হার মানিয়েছ। ওই সময়ের মধ্যে কোম্পানির মোট শেয়ারের মূল্যে ২২ কোটি ২৪ লাখ থেকে বেড়ে বর্তমানে তার বাজার মূল্য দাঁড়িয়েছে ৫৭ কোটি ৭৬ লাখ টাকা। ওই সময় কোম্পানিটির মোট শেয়ারের মাধ্যমে দর বেড়েছে ৩৫ কোটি ৫২ লাখ টাকা। শেয়ারের দাম বাড়ার ঘটনা বিনিয়োগকারীদের পুঁজি হারানোর আশঙ্কাকে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে বলে জানিয়েছেন শেয়ারবাজার বিশ্লেষকরা। বিশ্লেষকদের মতে, যৌক্তিক কারণ ছাড়া শেয়ার দর বৃদ্ধির বিষয়টি রহস্যজনক। কারণ ছাড়াই যে কোন কোম্পানির শেয়ার দর বাড়তে পারে, তবে বৃদ্ধির একটা সীমা থাকে। সীমা অতিক্রম করলেই প্রশ্নের জন্ম দেয়। তাই বিনা কারণে শেয়ার দর অস্বাভাবিক হারে বৃদ্ধি মানেই সাধারণ বিনিয়োগকারীদের পুঁজি হারানোর লক্ষণ। বেশকিছু সিকিউরিটিজ হাউসের বিনিয়োগকারীরা বলেন, মেঘনা কনডেন্স মিল্কের শেয়ার দর আরও বাড়বে। কেন বাড়বে সেটা জানতে চাইলে তারা বলছেন, খবর আছে। কোন খবরে এ শেয়ারের দর বাড়বে, তা জানতে চাইলে তারা যৌক্তিক কোন উত্তর দিতে পারেননি। তবে মেঘনা কনডেন্স মিল্কের শেয়ার দর বাড়বে এমন খবর হাউসগুলোতে ভাসছে। এসব রোধে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে এ কোম্পানির দর বাড়ার কারণ খতিয়ে দেখার অনুরোধ করেন তারা। শেয়ার দর বৃদ্ধি প্রসঙ্গে মেঘনা কনডেন্সড মিল্কের কোম্পানির এক কর্মকর্তা বলেন, কোম্পানির শেয়ার দর বৃদ্ধির কোন মূল্য সংবেদশীল তথ্য নেই। কেন দর বাড়ছে সেটা বলা সম্ভব না। এটা বিনিয়োগকারীরাই ভাল বলতে পারবেন। গত তিন মাসে এই শেয়ার দর বিশ টাকার ওপরে বৃদ্ধির পেছনে কোম্পানির কেউ জড়িত নেই বলে দাবি করেন তিনি। একই সঙ্গে শেয়ার দর বৃদ্ধিতে কোম্পানির মদদে একটি কারসাজি চক্র জড়িত এমন অভিযোগও উড়িয়ে দেন। উল্লেখ্য, ২০০১ সালে শেয়ারবাজারে আসা মেঘনা কনডেন্স মিল্কের অনুমোদিত মূলধন ৮০ কোটি টাকা। কোম্পানির মোট শেয়ারের ৫০ শতাংশ উদ্যোক্তা পরিচালকদের কাছে ও বাকি ৫০ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।
×