ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাত মিনিটের ঝড়ে বিধ্বস্ত চ্যাম্পিয়ন চেলসি

প্রকাশিত: ০৬:৩৫, ৭ ফেব্রুয়ারি ২০১৮

সাত মিনিটের ঝড়ে বিধ্বস্ত চ্যাম্পিয়ন চেলসি

স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ প্রিমিয়ার লীগের বর্তমান চ্যাম্পিয়ন চেলসি। কিন্তু এবার তাদের মুকুট হারাতে হচ্ছে এটা অনেকটাই নিশ্চিত। তবে শেষ পর্যন্ত সেরা চারের মধ্যে থেকে চ্যাম্পিয়ন্স লীগে সরাসরি খেলতে পারবে কিনা সেটা নিয়েও শঙ্কা সৃষ্টি হয়েছে। কেননা টানা দুই ম্যাচে বিধ্বস্ত হয়েছে এ্যান্টোনিও কন্টের দল। দিন কয়েক আগে ঘরের মাঠ লন্ডনের স্ট্যামফোর্ড ব্রিজে বোর্নমাউথের কাছে ৩-০ গোলে হারের পর সোমবার রাতে ওয়াটফোর্ডের মাঠে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছে সফরকারী চেলসি। মাত্র সাত মিনিটের ঝড়ে ল-ভ- হয়ে গেছেন হ্যাজার্ড, ফেব্রিগাসরা। বাজে এই হার কিছুতেই মেনে নিতে পারছে না ব্লুজ সমর্থকরা। যদিও দলটির কোচ কন্টে জানিয়েছেন, তিনি তার চাকরি হারানো নিয়ে ভীত নন। নিজেদের মাঠ ভিক্যারেজ রোজ স্টেডিয়ামে শেষ সাত মিনিটে ড্যারিল জানমাট, জেরার্ড ডেলুফে ও রবার্টো পেরেইরার গোলে ওয়াটফোর্ডের বড় জয় নিশ্চিত হয়। পাশাপাশি শেষ ছয় ম্যাচে প্রথম জয় তুলে নিয়ে হর্নেটসরা রেলিগেশন জোন থেকে ছয় পয়েন্ট ওপরে উঠে গিয়েছে। আর তিনে ওঠার সুযোগ হারিয়ে ৫০ পয়েন্ট নিয়ে চারে আছে চেলসি। আগের ম্যাচে ঘরের মাঠে বাজে হারের পর আবারও ন্যক্কাজরজনক পরাজয়ে চেলসির আত্মবিশ্বাস এখন নড়বড়ে। ম্যাচের ৩০ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ডের কারণে ফ্রেঞ্চ মিডফিল্ডার টিয়েমো বাকাইয়োকো মাঠ ত্যাগ করলে চেলসি ১০ জনের দলে পরিণত হয়। সেই সুযোগে ট্রয় ডিনে পেনাল্টি থেকে ৪২ মিনিটে ওয়াটফোর্ডকে এগিয়ে দেন। ইডেন হ্যাজার্ড ম্যাচ শেষের আট মিনিট আগে দুর্দান্ত এক স্ট্রাইকে সমতা ফেরালেও শেষ রক্ষা হয়নি। চেলসির ধীর গতিতে ম্যাচ শুরুর সুযোগে ওয়াটফোর্ড বেশ কয়েকটি সুযোগ নষ্ট করে। বিশেষ করে আবডুলায়ে ডোকোরে, ডেলুফে ও ডিনের শট লক্ষ্যভ্রষ্ট হয়। ফরাসী মিডফিল্ডার বাকাইয়োকোকে পাঁচ মিনিটের মধ্যে দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ম্যাচের ভাগ্য পাল্টে যায়। সঙ্গে সঙ্গে কোচ কন্টে উইলিয়ানের পরিবর্তে চেস ফেব্রিগাসকে মাঠে নামান। কিন্তু কন্টের এই সিদ্ধান্ত ওয়াটফোর্ডের কৌশলে খুব একটা প্রভাব ফেলতে পারেনি। গোলরক্ষক থিবাট কোরটোয়িস ডি বক্সের মধ্যে ডেলুফেকে ফাউল করলে রেফারি পেনাল্টির নির্দেশ দেন। বিরতির ঠিক আগে স্পট কিক থেকে ডিনে ওয়াটফোর্ডকে এগিয়ে দিতে তুল করেননি। বিরতির পরও ওয়াটফোর্ড আধিপত্য ধরে রাখে। ডেলুফে ও রিচারলিসনের শট আটকে দেন কোরটোয়িস। অবশেষে ৬৪ মিনিটে পেড্রোর স্থানে অলিভিয়ের জিরুডের চেলসির জার্সি গায়ে অভিষেক হয়। ৮২ মিনিটে অনেকটা একক প্রচেষ্টায় হ্যাজার্ড চেলসির হয়ে ২৫ গজ দƒর থেকে সমতা ফেরান। মৌসুমে এটি তার ১৩তম গোল। দুই মিনিট পরে জানমাট পেরেইরার সহযোগিতায় আবারও স্বাগতিকদের এগিয়ে দেন। ৮৮ মিনিটে ডেলুফে চেলসির ক্লান্ত রক্ষণভাগকে ফাঁকি দিয়ে ওয়াটফোর্ডের জয় নিশ্চিত করেন। এরপর স্টপেজ টাইমে (৯১ মিনিট) পেরেইরা দারুণ এক গোলে ওয়াটফোর্ডকে বড় জয় উপহার দেন। ম্যাচ শেষে চেলসি কোচ এ্যান্টোনিও কন্টে দলের এই ব্যর্থতার দায় পুরোপুরি নিজের ওপর নিতে চাননি। তিনি বলেন, আমি প্রত্যেকদিনই কাজ করে যাচ্ছি। আমি ১২০ ভাগ দিচ্ছি, এটা যদি যথেষ্ট হয় তবে ঠিক আছে। আর তা নাহলে ক্লাব যে কোন সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু আমি মোটেই চিন্তিত নই। এই ফলাফল অবশ্যই বেশ হতাশার, এতে কোন সন্দেহ নেই। আমি মনে করি আমাদের পারফর্মেন্স খুবই খারাপ ছিল। আমাদের শুরুটাও বাজে হয়েছে। কেমন যেন এক শঙ্কা নিয়ে আমরা আজ খেলেছি যা পুরো ম্যাচে প্রভাব ফেলেছে। এবারের মৌসুমে বেশ কিছু অভিযোগ থাকা সত্ত্বেও কন্টে ম্যাচের আগে ইঙ্গিত দিয়েছিলেন চেলসির সঙ্গে তিনি তার চুক্তি ২০১৯ পর্যন্ত দেখতে চান। তবে সবকিছু মিলিয়ে চেলসির সঙ্গে কন্টের ভবিষ্যত যে মোটেই সুখকর নয় তা সহজেই অনুমেয়। ওয়াটফোর্ড কোচ জাভি গার্সিয়া বলেন, এই রাতটা সত্যিই ভোলার মতো নয়। এটা ক্লাবের ইতিহাসে অন্যতম সেরা জয়। খেলোয়াড়দের নিয়ে আমি দারুণ গর্বিত। লালকার্ডের পরেই ম্যাচের চেহারা পাল্টে গেছে। মূলত আমি পুরো ম্যাচ নিয়েই খুশি। চেলসি যে ১০ জন নিয়ে খেলেছে সে কারণে আমরা ভাল করেছি এটা আমি মনে করি না।
×