ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

৭ ফেব্রুয়ারি শুরু হচ্ছে ডিজিটাল আইসিটি ফেয়ার

প্রকাশিত: ০৬:৫০, ৬ ফেব্রুয়ারি ২০১৮

৭ ফেব্রুয়ারি শুরু হচ্ছে ডিজিটাল আইসিটি ফেয়ার

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের সর্বস্তরের মানুষের মাঝে কম্পিউটার ও তথ্য প্রযুক্তির ব্যাপক ব্যবহার এবং এর সুফল ছড়িয়ে দিয়ে বহুল প্রত্যাশিত ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যেই নিয়মিত আইসিটি মেলার আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে ডিজিটাল আইসিটি ফেয়ার-২০১৮। সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কম্পিউটার সিটি সেন্টারের সভাপতি ও ডিজিটাল আইসিটি ফেয়ার ২০১৮-এর আহ্বায়ক তৌফিক এহসান। তিনি জানান, ‘ডিজিটাল লিটারেসি ফর এভরিওয়ান’ সেøাগানকে সামনে রেখে ঢাকার এলিফ্যান্ট রোডে অবস্থিত কম্পিউটার সিটি সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে পাঁচ দিনব্যাপী ডিজিটাল আইসিটি ফেয়ার-২০১৮। আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হয়ে মেলা চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিবারের মতো এবারের মেলাতেও থাকছে নতুন নতুন প্রযুক্তি পণ্যের সমাহার। মানুষের কাছে সহজে কম্পিউটার ডিভাইস তুলে দেয়ার জন্য ছাড় ও উপহার রাখা হয়েছে মেলায়। প্রতিবারের চেয়ে এবার আরও বড় পরিসরে আয়োজন করা হচ্ছে এ মেলা। ডিজিটাল আইসিটি ফেয়ার ২০১৮-এর আহ্বায়ক জানান, এ মেলায় বাংলাদেশের শীর্ষ আইসিটি পণ্য আমদানিকারক ও ব্যবসায়ীদের বিশ্বের মানসম্পন্ন ব্র্যান্ডের আধুনিক প্রযুক্তি প্রদর্শন করা হবে।
×