ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

এস আলম কোল্ড স্টিলের লভ্যাংশ বিতরণ শুরু

প্রকাশিত: ০৬:৪৬, ৬ ফেব্রুয়ারি ২০১৮

এস আলম কোল্ড স্টিলের লভ্যাংশ বিতরণ শুরু

সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ বিতরণ শুরু“করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি এস আলম কোল্ড রোল্ড স্টিল লিমিটেড। আগামীকাল বুধবার থেকে রবিবার পর্যন্ত এ কোম্পানির নগদ লভ্যাংশ বিতরণ চলবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, কোম্পানিটি প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শরিফ মেনশন লেভেল-৫ ( দক্ষিণ-পশ্চিম), ৫৬-৫৭, মতিঝিল সি/এ, ঢাকাতে বিতরণ করা হবে। আর যারা নির্ধারীত সময়ের মধ্যে লভ্যাংশ সংগ্রহ করতে ব্যর্থ হবে, তাদের লভ্যাংশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হবে। উল্লেখ্য, ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত হিসাব বছরের ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটি। আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.১১ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) ১৯.৫৫ টাকা। -অর্থনৈতিক রিপোর্টার এ ক্যাটাগরিতে মুন্নু সিরামিক ক্যাটাগরি পরিবর্তন হয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সিরামিক খাতের কোম্পানি মুন্নু সিরামিক লিমিটেড। এদিকে এ কোম্পানির শেয়ার ক্রয়ের জন্য কোন ধরনের মার্জিন ঋণ সুবিধা পাবেন না বিনিয়োগকারীরা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, কোম্পানিটি ৩০ জুন ২০১৭ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাসসহ মোট ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর ফলে ‘বি’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে স্থানান্তর হয়েছে কোম্পানিটি। আর ‘এ’ ক্যাটাগরির অধীনে সোমবার থেকে শুরু হয় এ কোম্পানির শেয়ার লেনদেন। -অর্থনৈতিক রিপোর্টার
×