ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

তারেক জুয়া খেলে ট্যাক্স দেন ॥ ড. হাছান মাহমুদ

প্রকাশিত: ০৪:১৯, ৫ ফেব্রুয়ারি ২০১৮

তারেক জুয়া খেলে ট্যাক্স দেন ॥ ড. হাছান মাহমুদ

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে যে ট্যাক্স ফাইল খুলেছেন, সেখানে আয়ের উৎস উল্লেখ করেছেন জুয়া খেলা। তিনি জুয়া খেলে যা কামান তার থেকে ট্যাক্স দেন। আগে মানুষ তাকে হাওয়া ভবনের চোর বলত, এখন বলে আন্তঃমহাদেশীয় চোর। এই আন্তঃমহাদেশীয় চোর বলার কারণ খুঁজতে গিয়ে জানতে পারি, তিনি জুয়া খেলার টাকা থেকে ট্যাক্স দেন। রবিবার জাতীয় প্রেসক্লাবে প্রয়াত জাতীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্তের প্রথম প্রয়াণ দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত স্মরণ সভায় এ কথা বলেন। সংগঠনের উপদেষ্টা লায়ন চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ স্মরণ সভায় প্রধান বক্তা ছিলেন খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম। বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট বলরাম পোদ্দার, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান বিটু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, শাহাদাত হোসেন টয়েল প্রমুখ। খালেদা জিয়ার বক্তব্যের সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়া গত শনিবার যে বক্তব্য দিয়েছেন তা হলো মৃত্যুর আগে আহাজারির মতো। এটা তাদের পতনের আগের চূড়ান্ত আহাজারি। খালেদা জিয়া ছয়টি শর্ত দিয়েছেন নির্বাচনের। আমি আবারও স্মরণ করিয়ে দিতে চাই কারও সুবিধার্থে সংবিধানের ব্যত্যয় ঘটানো হবে না। পৃথিবীর সব দেশে যেভাবে নির্বাচন হয় সেভাবে এদেশেও হবে। খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, সংবিধান অনুযায়ীই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। সংবিধান থেকে এক চুলও নড়া হবে না। খালেদা জিয়া শনিবার দলের জাতীয় নির্বাহী কমিটির সভায় যেসব শর্ত দিয়েছেন তার কোনটাই পূরণ হওয়ার না। সংবিধান থেকে এক চুলও নড়া হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচন আয়োজন করবে নির্বাচন কমিশন (ইসি)। কারা নির্বাচনে অংশগ্রহণ করল আর কারা করল না সেদিকে সরকার তাকাবে না। কারও জন্য জাতীয় নির্বাচন থেমে থাকবে না।
×