ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

দু’দিনব্যাপী চট্টগ্রাম চেম্বার ফেস্টিভ্যাল সমাপ্ত

প্রকাশিত: ০৬:২৭, ৪ ফেব্রুয়ারি ২০১৮

দু’দিনব্যাপী চট্টগ্রাম চেম্বার ফেস্টিভ্যাল সমাপ্ত

শনিবার সন্ধ্যায় জাঁকজমকপূর্ণ সাংস্কৃতিক উৎসবের মাধ্যমে শেষ হয়েছে দুদিনব্যাপী চট্টগ্রাম চেম্বার ফেস্টিভ্যাল। এর আগে শুক্রবার বিকেলে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে চিটাগাং চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি ও ওয়াল্ডং ট্রেড সেন্টারের যৌথ উদ্যোগে দুদিনব্যাপী এ ফেস্টিভ্যালের উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বন্দরনগরী চট্টগ্রাম শত বছরের পুরনো ব্যবসা কেন্দ্র। বিভিন্ন সময়ে বিভিন্ন দেশ এ কেন্দ্রকে শাসন করেছে। এ কেন্দ্রকে ভিত্তি করে বাণিজ্য করেছে। ভৌগোলিক অবস্থানগত কারণে চট্টগ্রামের গুরুত্ব বিশ্বজুড়ে অপরিসীম। আর এ কারণে এখানকার ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। সরকার বিশ্ব বাণিজ্যের সঙ্গে চট্টগ্রামের উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করে আসছে। এরপরও নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, এমএ লতিফ এমপি, এফবিসিসিআই’র সভাপতি মোঃ সফিউল ইসলাম মহিউদ্দিন। -স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস
×