ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভারতে বিদ্যুতকেন্দ্র স্থাপন করবে বাংলাদেশ

প্রকাশিত: ০৬:২৬, ৪ ফেব্রুয়ারি ২০১৮

ভারতে বিদ্যুতকেন্দ্র স্থাপন করবে বাংলাদেশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ এবার ভারতে বিদ্যুতকেন্দ্র স্থাপন করতে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ কোম্পানির (বিআইএফসিএল) মাধ্যমে এ বিদ্যুতকেন্দ্রটি স্থাপন করা হবে। এতে কয়লা অথবা সৌর বিদ্যুতকেন্দ্র স্থাপনের পরিকল্পনা করা হয়েছে। এজন্য দুই দেশের প্রতিনিধির সমন্বয়ে একটি কমিটির করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ভারতের দিল্লীতে দুই দেশের বিদ্যুতের বিষয়ে গঠিত যৌথ ওয়ার্কিং কমিটির বৈঠক শেষে বৃহস্পতিবার দেশের ফিরে বাংলাদেশ বিদ্যুত উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান প্রকৌশলী খালেদ মাহমুদ এই তথ্য জানান। গত সোমবার বিদ্যুত সচিব ড. আহমদ কায়কাউসের নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধি দল দিল্লীতে যায়। জানা গেছে, বাংলাদেশ বিদ্যুত উন্নয়ন বোর্ড (পিডিবি) ও ভারতের রাষ্ট্রীয় কোম্পানি ন্যাশনাল থার্মাল পাওয়ার কোম্পানি লিমিটেড (এনটিপিসি) যৌথভাবে এই কেন্দ্রটি পরিচালনা করবে। বিদ্যুতকেন্দ্র স্থাপনের পর বাংলাদেশ সেখান থেকে বিদ্যুত আমদানি করতে পারবে। এ বিষয়ে পিডিবি চেয়ারম্যান খালেদ মাহমুদ বলেন, বিদ্যুতকেন্দ্রটি কয়লা অথবা নবায়নযোগ্য জ্বালানি অর্থাৎ সৌর বিদ্যুতকেন্দ্র হতে পারে। এ বিষয়ে একটি কমিটি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
×