ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

চার কারণে মুন্নু সিরামিকের মুনাফা বেড়েছে

প্রকাশিত: ০৬:২৩, ৪ ফেব্রুয়ারি ২০১৮

চার কারণে মুন্নু সিরামিকের মুনাফা বেড়েছে

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিরামিক খাতের মুন্নু সিরামিকের চলতি অর্থবছরের ৬ মাসে শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) ব্যাপক বেড়েছে। এর পেছনে চারটি কারণ রয়েছে বলে জানিয়েছে কোম্পানির শেয়ার বিভাগের এক কর্মকর্তা। ওই কর্মকর্তা জানিয়েছেন, গ্যাস সরবরাহ বাড়ার কারণে কোম্পানির উৎপাদন বৃদ্ধি, বিদেশ থেকে নতুন মেশিন আমদানি করার পর ওই সব মেশিনে উৎপাদন বেড়েছে, কোম্পানির উৎপাদন বৃদ্ধির কারণে বাজারজাতকরণও বেড়েছে এবং চায়না থেকে সিরামিক পণ্য আমদানিতে শুল্ক বেড়েছে। এ জন্য মুন্নু সিরামিকের মানসম্পন্ন পণ্যের চাহিদা দেশের বাজারে বেড়েছে। এসব কারণে কোম্পানির পণ্য বিক্রি বেড়েছে এবং কোম্পানির আয়ও বেড়েছে। উল্লেখ্য, চলতি বছরের ছয় মাস অর্থাৎ দ্বিতীয় প্রান্তিকে (জুলাই-ডিসেম্বর’১৭) কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৬৯ টাকা। যা আগের বছর একই সময়ে হয়েছিল ০.১০ টাকা। -অর্থনৈতিক রিপোর্টার
×