ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফাইনালে খেলতে আশাবাদী বার্সা

প্রকাশিত: ০৬:৩১, ৩ ফেব্রুয়ারি ২০১৮

ফাইনালে খেলতে আশাবাদী বার্সা

স্পোর্টস রিপোর্টার ॥ লুইস সুয়ারেজের একমাত্র গোলে স্প্যানিশ কোপা ডেল’রে ফুটবলের সেমিফাইনালের প্রথম লেগে জয় পেয়েছে বার্সিলোনা। বৃহস্পতিবার রাতে ন্যুক্যাম্পে অতিথি ভ্যালেন্সিয়াকে ১-০ গোলে হারিয়েছে কাতালানরা। এই জয়ে অনেকের মতে হতে পারে ফাইনালে এক পা দিয়ে ফেলেছে বার্সা। কিন্তু দ্বিতীয় লেগের ম্যাচের আগ পর্যন্ত সেটা বলা যাচ্ছে না। বিষয়টি স্বীকার করেছে স্বয়ং বার্সার ফুটবলাররাই। কেননা সেমির দ্বিতীয় লেগ বার্সাকে খেলতে হবে ভ্যালেন্সিয়ার মাঠে। এই দলটি এমনিতেই বড় দলের জন্য হুমকি, তার ওপর নিজেদের মাঠে অপ্রতিরোধ্য তারা। তাইতো মাত্র এক গোলে জিতে এগিয়ে থাকলেও বলা যাচ্ছে না ফাইনালের পথে বার্সা। এ জন্য দ্বিতীয় লেগের ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতেই হবে সবাইকে। নিজেদের মাঠে প্রথমার্থে তেমন কোন চমক দেখাতে পারেনি বার্সিলোনা। সমর্থকদের হতাশ করে মাঠ ছাড়তে হয় ২৯ বারের শিরোপা জয়ীদের। বিরতির পর তৃতীয় মিনিটে মেসির শট লক্ষ্যভেদ হলে ফের হতাশ হতে হয় কাতালানদের। এর চার মিনিট পর দানিয়েল পারেহোর ডি বক্সের বাইরে থেকে নেয়া শট ঝাঁপিয়ে পড়ে ঠেকান বার্সিলোনা গোলরক্ষক জ্যাসপার সিলেসেন। ৬৭ মিনিটে কাক্সিক্ষত একমাত্র গোলের দেখা পায় বর্তমান চ্যাম্পিয়নরা। বাঁ দিকের বাইলাইন থেকে মেসির বাড়ানো ক্রসে সুয়ারেজের করা হেড এক ডিফেন্ডারের মাথা ছুঁয়ে জালে জড়ায়। এ নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে গত ১০ ম্যাচে সুয়ারেজের গোল হলো ১২টি। দারুণ এই ফর্ম ধরে রাখতে চান উরুগুয়ের এই স্ট্রাইকার। পাঁচ মিনিট পর সিলেসেনকে অপ্রস্তুত দেখে প্রায় ৩০ গজ দূর থেকে শট নেন ফরাসী মিডফিল্ডার কোকেলিন। একটুর জন্য বেঁচে যায় বার্সিলোনা। কিছুক্ষণ পর মেসির ফ্রিকিকও ক্রসবারের ওপর দিয়ে উড়ে যায়। ৭৯ মিনিটে পাকো আলকাসেরের দ্রুতগতির শট শেষ মুহূর্তে কর্নারের বিনিময়ে প্রতিহত করেন ভ্যালেন্সিয়া গোলরক্ষক। শেষদিকে সুয়ারেজ আরেকটি সুযোগ নষ্ট করলে ব্যবধান আর বাড়েনি। ম্যাচ শেষে মেসিকে নিয়ে বার্সা কোচ আর্নেস্টো ভালভার্ডে বলেন, মেসির পায়ে বল থাকলে প্রত্যেকেই তার কাছ থেকে অনেক কিছু আশা করে। কখনও কখনও তা খুব বেশি হয়ে যায়। কারণ মেসিকে একটু নিঃশ্বাস নিতে দিতে হবে। এটা সত্যি যে, সে অসাধারণ একজন খেলোয়াড়। আর তা আমরা অনেক, অনেকবার বলেছি। প্রতিদিন তাকে দেখাটা দর্শনীয় কিছু। বড় জয় না পেলেও অসন্তুষ্ট নন বার্সা কোচ। বলেন, আমি মনে করি, স্কোরলাইনটা ভালই হয়েছে। কারণ আমরা ম্যাচটা জিতেছি। একটা ম্যাচ জেতা খুব কঠিন এবং আমরা এটা পেরেছি। ভালেন্সিয়া গোল করেনি। তাই আমাদের ভাবতে হবে, মেস্টালায় ০-০ হলেই আমাদের জন্য ভাল হবে। তবে ড্রয়ের উদ্দেশ্যে আমরা ওখানে যাব না। আমরা জয়ের চেষ্টাতেই মাঠে নামব। সুয়ারেজ বলেন, ব্যবধান খুব সামান্য। এখনও ৯০ মিনিট বাকি আছে। ভালেন্সিয়া ঘরের মাঠে সবসময় বেশি শক্তিশালী। সেখানে তারা আরও শক্তিশালী হবে। তবে আমরা আমদের স্বাভাবিক খেলা খেলব। জয় নিয়েই ফাইনালে খেলতে চায়। এই নিয়ে কোপা ডেল’রেতে নিজেদের মাঠে গত পাঁচ বছর ধরে অপরাজিত আছে বার্সিলোনা। স্প্যানিশ ফুটবলের দ্বিতীয় সেরা এই আসরে কাতালানরা সর্বশেষ ঘরের মাঠে হেরেছিল ২০১৩ সালে, রিয়াল মাদ্রিদের কাছে।
×