ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাশিয়া বিশ্বকাপ ২০১৮

অস্ট্রেলিয়াকে দ্বিতীয় পর্বে তুলতে চান মারউইক

প্রকাশিত: ০৭:০৬, ২ ফেব্রুয়ারি ২০১৮

অস্ট্রেলিয়াকে দ্বিতীয় পর্বে তুলতে চান মারউইক

স্পোর্টস রিপোর্টার ॥ টানা চতুর্থবারের মতো বিশ্বকাপে জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়া ফুটবল দল। এর মধ্যে ২০০৬ সালে সেরা সাফল্য হিসেবে দ্বিতীয় রাউন্ডে উঠেছিল। কিন্তু গত দুই বিশ্বকাপে গ্রুপপর্ব থেকেই বিদায় নেয় তারা। তবে এবার সকারুদের নতুন কোচ বার্ট ভ্যান মারউইকের স্বপ্ন দলকে দ্বিতীয় রাউন্ডে তোলার। তবে হল্যান্ডের এ কোচ দলের সবাইকে সতর্ক করেছেন যে কাজটি তেমন সহজ হবে না। ১৯৭৪ সালে প্রথমবার বিশ্বকাপ ফুটবলে জায়গা করে নিয়েছিল অস্ট্রেলিয়া। জার্মানিতে হওয়া সেবারের প্রতিযোগিতায় গ্রুপপর্ব থেকেই যাত্রা শেষ হয় তাদের। ৩২ বছর পর আবার সেই জার্মানিতে হওয়া বিশ্বকাপেই ফেরে সকারুরা। ২০০৬ সালের সেই আসরে দ্বিতীয় রাউন্ডে উঠতে সক্ষম হয়। ১৬তম অবস্থান নিয়ে শেষ করে আসর। এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার সেটিই সবচেয়ে ভাল বিশ্বকাপ স্মৃতি। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত পরের বিশ্বকাপে আবার গ্রুপপর্ব থেকে বিদায়, ২১তম স্থান লাভ করে সকারুরা। ২০১৪ সালে ব্রাজিলে অনুষ্ঠিত সর্বশেষ বিশ্বকাপেও গ্রুপপর্বেই অভিযান শেষ, তারা ৩০তম হয়ে বিশ্বকাপ মঞ্চ ত্যাগ করে। কিন্তু এবার ভাল কিছু করার স্বপ্ন দেখছেন কোচ মারউইক। এ ডাচ কোচ গত সপ্তাহে দায়িত্ব পেয়েছেন অস্ট্রেলিয়া ফুটবল দলের। ৬৫ বছর বয়সী এ অভিজ্ঞ কোচ ২০১০ বিশ্বকাপে হল্যান্ডকে ফাইনালে তুলেছিলেন। শেষ পর্যন্ত সেবার ডাচরা তৃতীয়বারের মতো রানার্সআপ হয়। এবার সকারুদের নিয়ে নতুন চ্যালেঞ্জ। এ বিষয়ে মারউইক বলেন, ‘আমি বিশ্বকাপে একটি হিসেবের বিষয়ই মাথায় নিয়ে যাব, সেটি হচ্ছে প্রথম রাউন্ডে টিকে থাকা। কেউ আমাকে সেটা কঠিন কাজ তা বলতে পারবে না। কিন্তু প্রতিপক্ষরা খুব ভাল দল। এবার বিশ্বকাপ বাছাইয়ে সৌদি আরবের কোচ ছিলেন মারউইক। সেই বাছাইয়ে একই গ্রুপে ছিল সৌদি আরব ও অস্ট্রেলিয়া। এ কারণে অস্ট্রেলিয়া দল নিয়ে অনেক পর্যালোচনা ও খুঁটিনাটি পড়াশোনা করেছেন মারউইক। তিনি জানালেন অসি ফুটবলারদের যে শারীরিক সক্ষমতা আছে সেটাকে আরও বাড়িয়ে তুলে ম্যাচ জেতাই প্রধান লক্ষ্য হবে তার। বিশ্বকাপে ‘সি’ গ্রুপে ফ্রান্স, ডেনমার্ক ও পেরুর সঙ্গে খেলতে হবে সকারুদের। ১৬ জুন ফরাসীদের বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে এবার বিশ্বকাপ অভিযান শুরু হবে অস্ট্রেলিয়ার। নিজের লক্ষ্য নিয়ে মারউইক আরও বলেন, ‘আমি যা বলেছি তা করাটা সহজ হবে না। কিন্তু একই কথা আমি হল্যান্ডকে নিয়েও বলেছিলাম। এখন হয়তো আমাদের বিশ্বসেরা খেলোয়াড় নেই, কিন্তু আমরা সম্মিলিত চেষ্টায় সেরা দল হতে পারি।’ তবে ইতোমধ্যেই মারউইককে নিয়ে অস্ট্রেলিয়ায় শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। বিশেষ করে তার কোচিং পদ্ধতি নিয়েই হচ্ছে বেশি সমালোচনা। অনেকেই অভিযোগ করেছেন আকর্ষণীয় খেলা প্রদর্শনের চেয়ে ফলাফলের ওপরই বেশি মনোযোগী মারউইক। আগের কোচ আঙ্গি পোস্তেকোগলু অস্ট্রেলিয়াকে আক্রমণাত্মক ফুটবলে দীক্ষা দিয়েছিলেন। কিন্তু ডাচ এই কোচের কোচিং দর্শন যে সম্পূর্ণ আলাদা তা সপ্তাহ খানেকের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে বলে দাবি করছেন সবাই। তবে অস্ট্রেলিয়ান ফুটবল ফেডারেশনের প্রধান নির্বাহী ডেভিড গ্যালোপ অবশ্য এ ডাচকে নিয়োগ দেয়ার পক্ষে বেশ শক্ত অবস্থানেই আছেন। তিনি জানিয়েছেন দীর্ঘমেয়াদে অস্ট্রেলিয়ার কোচ করা হয়নি মারউইককে। তিনি শুধু রাশিয়া বিশ্বকাপেই থাকবেন এ দায়িত্বে।
×