ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যুদ্ধাপরাধী বিচার

নেত্রকোনার দুই রাজাকারের বিরুদ্ধে দুই সাক্ষীর জবানবন্দী

প্রকাশিত: ০৬:০৬, ১ ফেব্রুয়ারি ২০১৮

নেত্রকোনার দুই রাজাকারের বিরুদ্ধে দুই সাক্ষীর জবানবন্দী

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেত্রকোনার পূর্বধলা উপজেলার শেখ মোঃ আব্দুল মজিদ ওরফে মজিদ মওলানাসহ ছয় রাজাকারের বিরুদ্ধে প্রসিকিউশনের নবম ও দশম সাক্ষী হামিদা খাতুন জবানবন্দী প্রদান করেছেন। তারা জবানবন্দীতে বলেন, পাকিস্তানী আর্মি ও রাজাকাররা ডাক্তার হেম বাগচী তার শ্যালক হরিদাস সিংহ এবং কাজের লোক মেঘুনাথকে গুলি করে হত্যা করে। নবম সাক্ষী মোহাম্মদ আলী জবানবন্দীতে বলেন, পাকিস্তানী আর্মি ও রাজাকাররা মেঘুনাথ, ডাক্তার হেম বাগচী ও হরিদাস সিংহকে গুলি করে হত্যা করে। অন্যদিকে দশম সাক্ষী দীপক কুমার ভাদুরী বলেন, ডাক্তার হেম বাগচী, তার শ্যালক হরিদাস সিংহ এবং কাজের লোক মেঘুনাথকে গুলি করে হত্যা করে। হত্যার পর রাজাকার ও পাকিস্তানী আর্মিরা গ্রামে লুটপাট চালায়। সাক্ষীদের জবানবন্দী শেষে আসামিপক্ষের আইনজীবী সাক্ষীদের জেরা করেন। পরবর্তী সাক্ষীর জন্য আজ বৃহস্পতিবার দিন নির্ধারণ করা হয়েছে। বিচারপতি আমির হোসেনের নেতৃত্বে দুই সদস্যবিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বুধবার এ আদেশ প্রদান করেছে। প্রসিকিউশন পক্ষে ছিলেন প্রসিকিউটর সাবিনা ইয়াসমিন খান মুন্নি ও আসামিপক্ষে ছিলেন এ্যাডভোকেট গাজী এইচ এম তামিম।
×