ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে আগ্রহী থাইল্যান্ড

প্রকাশিত: ০৬:০৫, ২৮ জানুয়ারি ২০১৮

বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে আগ্রহী থাইল্যান্ড

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে আগ্রহী থাইল্যান্ড। পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে মঙ্গলবার অনুষ্ঠিত এক বৈঠকে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী কার্যালয়ের মন্ত্রী কবসাক পুতরাকুল এই আগ্রহের কথা জানান। সুইজারল্যান্ডের ডাভোসে অনুষ্ঠিত ৪৮তম বিশ্ব অর্থনীতি ফোরামের বার্ষিক সভার ফাঁকে সাইড লাইনে আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে কবসাক পুতরাকুলের বৈঠকটি অনুষ্ঠিত হয়। কবসাক পুতরাকুল থাইল্যান্ডের অর্থনৈতিক সংস্কার কর্মসূচী, জাতীয় অর্থনৈতিক উন্নয়ন বোর্ড ও বিনিয়োগ বোর্ডের প্রধান। সুইজারল্যান্ডের জেনেভার বাংলাদেশ মিশন থেকে মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠকে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী কার্যালয়ের মন্ত্রী কবসাক পুতরাকুল বলেন, ‘দুই দেশের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে মুক্ত বাণিজ্য চুক্তির বিষয়ে আলোচনা শুরু করা প্রয়োজন।
×