ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

২ কোম্পানির লেনদেন আজ

প্রকাশিত: ০৪:২৬, ২৫ জানুয়ারি ২০১৮

২ কোম্পানির লেনদেন আজ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির শেয়ার লেনদেন আজ বৃহস্পতিবার চালু হচ্ছে। এগুলো হলো: বিবিধ খাতের কোম্পানি বাংলাদেশ শিপিং কর্পোরেশন এবং প্রকৌশল খাতের কোম্পানি আরএসআরএম স্টিল লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, বুধবার আরএসআরএম স্টিলের বিশেষ সাধারণ সভা (ইজিএম) এবং বাংলাদেশ শি। পিং কর্পোরেশনের বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট ছিল। এ কারণে লেনদেন স্থগিত রাখে কোম্পানিগুলোর। আজ বৃহস্পতিবার থেকে এসব কোম্পানির লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে। -অর্থনৈতিক রিপোর্টার লভ্যাংশ দেবে জিএসপি ফাইন্যান্স পুঁজিবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান খাতের জিএসপি ফাইন্যান্স লিমিটেড পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। ঘোষণা অনুযায়ী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এ কোম্পানির বোর্ড সভা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, জিএসপি ফাইন্যান্সের বোর্ড সভা ১ ফেব্রুয়ারি, বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০১৭ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে। -অর্খনৈতিক রিপোর্টার
×