ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মেসির পেনাল্টি মিসে হার বার্সিলোনার

প্রকাশিত: ০৬:৩১, ১৯ জানুয়ারি ২০১৮

মেসির পেনাল্টি মিসে হার বার্সিলোনার

স্পোর্টস রিপোর্টার ॥ হার যেন ভুলেই গিয়েছিল বার্সিলোনা। অবশেষে কাতালানদের তিক্ত সেই স্বাদ দিয়েছে এস্পানিওল। স্প্যানিশ কোপা ডেল’রে ফুটবলের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে এস্পানিওলের মাঠে ১-০ গোলে হেরেছে অতিথি বার্সা। এই হারের দায় নিতে হচ্ছে দলের সেরা তারকা লিওনেল মেসিকে। কেননা ম্যাচের ৬২ মিনিটে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন আর্জেন্টাইন অধিনায়ক। অবাক করা বিষয়, বার্সার পতনের রাতে হেরেছে আরেক বড় দল এ্যাটলেটিকো মাদ্রিদ। নিজেদের মাঠে সেভিয়ার কাছে ২-১ গোলে হারায় শেষ আটেই বিদায় নেয়ার পথে দিয়াগো সিমিওনের দল। কেননা ফিরতি লেগ এ্যাটলেটিকোকে খেলতে হবে সেভিয়ার মাঠে। এদিক দিয়ে হারলেও সেমিফাইনালে খেলার ভাল সুযোগ আছে বার্সার। কেননা ২৫ জানুয়ারি দ্বিতীয় লেগে মেসি, সুয়ারেজরা খেলবেন নিজেদের চেনা মাঠ নু্যূক্যাম্পে। আলাভেসকে ২-১ গোলে হারিয়ে ভ্যালেন্সিয়াও সেমির দৌড়ে এগিয়ে গেছে। টানা ২৯ ম্যাচ অপরাজিত থাকার পর হেরেছে বার্সা। এই ম্যাচের আগে সর্বশেষ তারা হারের স্বাদ পেয়েছিল গত বছরের আগস্টে স্প্যানিশ সুপার কাপে। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে ম্যাচটি ৩-১ গোলে হেরেছিল কাতালানরা। বার্সার বিরুদ্ধে ভাল খেলেই জয় তুলে নিয়েছে ্এস্পানিওল। তবে সার্জিও রবার্টোর আদায় করা পেনাল্টি থেকে গোল করতে পারলে হয়তো প্রেক্ষাপটটা ভিন্ন হতো। কিন্তু স্বাগতিক গোলরক্ষক দিয়াগো লোপেজকে পরাস্ত করতে পারেননি মেসি। আর্জেন্টাইন সুপারস্টারের জোরালো শট বামদিকে ঝাঁপিয়ে পড়ে রক্ষা করেছেন লোপেজ। এরপর ৮৩ মিনিটে নাভারো দারুণ এক ফ্রিকিকে স্বাগতিকদের প্রায় এগিয়েই দিয়েছিলেন। কিন্তু এ যাত্রা বার্সাকে রক্ষা করেন জাসাপার সিলিসেন। কিন্তু পাঁচ মিনিট পর আর শেষ রক্ষা হয়নি। অস্কার মেলেন্ডোর গোলে নয় বছরে বার্সিলোনার বিপক্ষে প্রথম জয় নিশ্চিত করে এস্পানিওল। মূলত মেসির পেনাল্টি মিসের কারণেই হারতে হয়েছে বার্সাকে। এর মধ্য দিয়ে স্পট কিকে আরেকবার ব্যর্থতার স্বাক্ষর রাখলেন তিনি। চলতি মৌসুমে লা লিগার যে কোন ফুটবলারের চেয়ে তিনি বেশি পেনাল্টি মিস করেছেন। সংখ্যাটা তিনবার। কোপা ডেল’রেতে নয়টি পেনাল্টি নিয়ে মিস করেছেন ছয়টি। এস্পানিওলের বিরুদ্ধে শততম পেনাল্টিটি নিয়েছিলেন তিনি। এর মধ্যে ৮১টিতে গোল করেছেন আর মিস করেছেন ১৯টি। ওয়ান্ডা মেট্রোপলিটানোতে দিয়াগো কোস্টার গোলে এগিয়ে যেয়েও হারতে হয়েছে এ্যাটলেটিকোকে। গেটাফের বিপক্ষে লা লিগায় ২-০ গোলের জয়ের ম্যাচে গোল করার পরে অশোভন আচরণ করায় কোস্টাকে এক ম্যাচ নিষেধাজ্ঞায় পড়তে হয়েছিল। যে কারণে এইবারের বিপক্ষে শেষ ম্যাচে তিনি দলে ছিলেন না। ফের দলে ফিরেই ৭৩ মিনিটে সেভিয়া গোলরক্ষক সার্জিও রিকোকে পরাস্ত করে এ্যাটলেটিকোকে এগিয়ে দেন। কিন্তু সাত মিনিট পর দারুণ এক ক্রস থেকে প্রথমে ডিফেন্ডার লুকাস হার্নান্দেজ ও পরে গোলরক্ষক মিগুয়েল এ্যাঞ্জেল মোয়ার কল্যাণে আত্মঘাতী গোলে সমতায় ফিরে সেভিয়া। ৮৮ মিনিটে উইসাম বেন ইয়েডেরের সহযোগিতায় জোয়াকুইন কোরেরা সেভিয়ার জয় নিশ্চিত করেন।
×